S-Presso তে পাওয়া যাচ্ছে ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কিভাবে নেবেন এই সুযোগ

কিছু মারুতি ডিলার তাদের বাছাই করা প্রোডাক্ট এর ওপর দিচ্ছে বড়ো সরো ছাড় Arena এবং Nexa শোরুম এ পাওয়া যাবে এই সুবিধা টি পাওয়া যাবে ক্যাশ ডিসকাউন্ট , এক্সচেঞ্জের ওপর ডিসকাউন্ট এবং কর্পোরেট ডিসকাউন্ট

২০২৩ এ ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এ পাওয়া গেছে S-Presso যার মধ্যে ১৫০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস কর্পোরেট ডিসকাউন্ট ছিল প্রায় ৪,০০০ টাকা। ২০২৪ এ কোম্পানি ক্যাশ ডিসকাউন্ট রেখেছে ২৩,০০০ টাকা এক্সচেঞ্জ এর ওপর চার রেখেছে ১৫,০০০ টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট রেখেছে ৪,০০০ টাকা।

আরো পড়ুন: Hyundai Creta Facelift 2024: ফাঁস হলো হুন্ডাই ক্রেটার ফটো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে

S-Presso ফিচার

ভারতের বাজারে মারুতি সুজুকি S-Presso দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা যা এর ex-showroom এর দাম S-Presso মূলত চারটি ভারিটেন্ট এ পাওয়া যাই Std, LXi, VXi, এবং VXi+ গাড়িটিতে দেওয়া আছে ১.০ লিটারের K১০ পেট্রল ইঞ্জিন যা ৫ গিয়ার যুক্ত ম্যানুয়াল এবং অটোমেটিক দুটি অপসন এই পাওয়া যাই