গুগল এর ফোন কার না পছন্দের তালিকায় নেই। গত বছর গুগল তাদের google pixel 8 সিরিজ লঞ্চ করেছিল বিশ্ব বাজারে। সেই লাইনআপের নতুন একটু ফোন Google Pixel 8a চলতি বছরের মে মাসেই লঞ্চ করতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে গুগল তাদের এই ফোনটি খুবই স্বল্প মূল্যে বিশ্ব বাজারে আনতে চলেছে। X এর একটি পোস্ট এর মাধ্যমে দাম এবং ফিচার সামনে এসেছে। নিচে বিস্তারিত দেওয়া হলো।
Google Pixel 8a price, specification
আসা করা যাচ্ছে Google Pixel 8a তে থাকতে পারে ৬.১ ইঞ্চিরফুল এইচডি ওলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। থাকতে পারে google Tensor G3 প্রসেসর। ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল OIS + ১৩ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য সামনে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা।
Google Pixel 8a থাকতে পারে ৪,৫০০ এমএইচ এর ব্যাটারী ২৭ওয়াট চার্জিং সাপোর্ট।
আরো পড়ুন : Realme C63: কম দামের দুর্দান্ত এই ফোনটি খুব শীঘ্রই বাজারে আসছে। দেখুন ফিচার
আনুমানিক দাম মনে করা হচ্ছে যে $500 থেকে $550 ডলার যা ভারতীয় মূল্য (৪১,৬০০ টাকা থেকে ৪৫,৮০০ টাকা)
সূত্র থেকে জানা যাচ্ছে ফোনটি ৪ টি কালার অপসন এ আসতে পারে (Obsidian (Black), Porcelain (Beige), Bay (Light Blue), and Mint (Light Green) ফোনটিতে থাকবে রাউন্ড শেপ ডিসাইন।
1 thought on “Google Pixel 8a: দীর্ঘ প্রতীক্ষার পর দাম এবং ফিচার প্রকাশে এলো জানুন বিস্তারিত”