Motorola Edge 50 Series : বিশ্ব মার্কেট এ লঞ্চ করছে ১৬ এপ্রিল জানুন দাম এবং ফিচার

এই মাসের শুরুতেই ভারতের বাজারে লাঞ্চ করেছিল moto edge 50 pro ইতিমধ্যে কোম্পানি কন্ফার্ম করেছে তাদের Motorola Edge 50 লাইনআপের ফোনটি গ্লোবাল মার্কেট এ লঞ্চ করছে এই এপ্রিল মাসেই মনে করা হচ্ছে যে এই লাইনআপের Motorola Edge 50 Fusion এবং Motorola Edge 50 Ultra এই দুটি থাকতে পারে। থাকতে পারে snapdragon 8s Gen 3 প্রসেসর।

আরো পড়ুন : Fujifilm Instax Mini 99: নাম টা শুনতে অন্যরকম হলেও ফীচার এর মধ্যে কোনো কমতি নেই আসুন দেখে নেওয়া যাক!

Motorola Edge 50 Pro সম্প্রতি ভারতে ৩১,৯৯৯ টাকা তে লঞ্চ করেছে Snapdragon 7 Gen 3 চিপসেট ৬.৭ ইঞ্চির 1.5K pOLED ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ৫০ মেগাপিক্সেল ট্রিপল ব্যাকক্যামেরা ৪,৫০০ এমএইচ ব্যাটারী ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট ৮ জিবি এবং ২৫৬ জিবির স্টোরেজ।

Motorola Edge 50 Fusion আসা করা যাচ্ছে ২৫,০০০ টাকা রাখা হতে পারে ফিচার হিসাবে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে ৫,০০০ এমএইচ ৬৮ ওয়াট চার্জিং।

Motorola Edge 50 Ultra বেশ কিছু প্রিমিয়াম ফিচার অফার করছে এই লাইনআপে।

1 thought on “Motorola Edge 50 Series : বিশ্ব মার্কেট এ লঞ্চ করছে ১৬ এপ্রিল জানুন দাম এবং ফিচার”

Leave a Comment