Lava ProWatch: এই প্রথম বার লাভা তাদের স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আছে দারুন ফিচার

মোবাইল ফোনের পরে এই প্রথম বার লাভা তাদের স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। lava prowatch কোম্পানির তরফ থেকে একটি টিজার শেয়ার করে তাদের নতুন স্মার্টওয়াচ আগমন বার্তা জানান দেয়।

Lava prowatch কবে লঞ্চ করছে

আগাম পোস্টার থেকে জানা যাচ্ছে যে এই স্মার্টওয়াচটি কোম্পানি চলতিমাসের ২৩ এপ্রিল ২০২৪ লোকাল টাইম ১০:৫৫ AM সময় লঞ্চ করবে। পোস্টার থেকেঃ জানা যাচ্ছে যে স্মার্টওয়াচটি গোলাকৃতি ডায়াল স্পোর্টস লুকিং এ আসবে। যদিও কোম্পানি এর থেকে বেশি কিছু প্রকাশ করেনি।

Read More: Google Pixel 8a: দীর্ঘ প্রতীক্ষার পর দাম এবং ফিচার প্রকাশে এলো জানুন বিস্তারিত

Lava ProWatch price

আমরা জানি লাভা তাদের বাজেট ফোনের জন্য বেশ জনপ্রিয় তাই সেই দিক টা মাথায় রেখেই স্মার্টওয়াচ টি দাম বেশ সাধ্য মতো রাখা হয়েছে ভারতীয় মূল্যে ৪,০০০ টাকা। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওয়াচটিতে AI এর সাপোর্ট ও থাকবে।

1 thought on “Lava ProWatch: এই প্রথম বার লাভা তাদের স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আছে দারুন ফিচার”

Leave a Comment