ইন্ডিয়া তে মোবাইলের বাজারে ফের পা রাখার পর Honor তাদের নতুন ল্যাপটপ Honor MagicBook X16 2024 লঞ্চ করেছে অফিসার কাজ হোক বা কোনো নরমাল ব্যবহার কোনো দিক থেকেই কম যায়না এই ল্যাপটপ টি গত বছর লঞ্চ হয় Honor MagicBook X16 2023 এর নতুন ভার্সন এটি। ল্যাপটপ টিতে রয়েছে 12th Gen Intel Core i5 এর প্রসেসর।
Honor MagicBook X16 2024 স্পেসিফিকেশন
ডিসপ্লে: লল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির ১৯২০X ১২২০ পিক্সেল এর একটি ফুল এইচডি ডিসপ্লে যা একটি এন্টিগ্ল্যায়ার আইপিএস প্যানেল। ডিপ্লেটির পিক ব্রাইটনেস রয়েছে ৩৫০ নিটস।
স্টোরেজ এবং র্যাম: Honor MagicBook X16 2024 তে রয়েছে ৮ জিবি LPDDR4X র্যাম ৫১২ জিবির PCIe Gen4 SSD স্টোরেজ।
ব্যাটারী: পাওয়ার এর জন্য রয়েছে ৪২Wh এর ব্যাটারী কোম্পানির মোতে ৯ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। চার্জিং এর জন্য রয়েছে ৬৫ ওয়াট এর চার্জার যেটি ০ থেকে ৪৫ পার্সেন্ট চার্জ করে দেবে মাত্র ৩০ মিনিটে।
আরো পড়ুন: Samsung Galaxy S24 series: পাওয়া যাবে ৭ বছরের সফটওয়্যার আপডেট
প্রসেসর: প্রসেসিং পাওয়ার এর জন্য রয়েছে Intel Core i5 12450H 12th Gen এর প্রসেসর সাথে রয়েছে intel UHD এর গ্রাফিক্স।
অপারেটিং সিস্টেম: ল্যাপটপ টিতে রয়েছে উইন্ডোস ১১ হোম।
অন্যান্য ফিচার: রয়েছে ৭২০ রেজুলেশন এর একটি ওয়েব ক্যামেরা। দুটি স্পিকার , একটি type C পোর্ট , HDMI ২.১ পোর্ট ,দুটি USB type A gen ১ এর পোর্ট , ৩.৫ mm এর হেডফোন জ্যাক। এবং এলুমিনিয়াম এর বডি ল্যাপটপ টির ওজন ১.৫৮ কেজি।
Honor MagicBook X16 2024 ল্যাপটপটি amazon থেকে পাওয়া যাবে যার দাম ৪৪,৯৯০ টাকা।
1 thought on “Honor MagicBook X16 2024 Intel Core i5 12th Gen: জবরদস্ত একটি ল্যাপটপ দেখে নিন ফিচার”