vivo এর তরফ থেকে জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই vivo t3x 5g ভারতে লঞ্চ করবে ।যারা নতুন ফোন কিনবেন ভাবছেন আর কিছু দিন অপেক্ষা করুন কম দামে মধ্যে ভালো একটি ফোন পেয়ে যাবেন
Vivo T3x 5Gফোনের বিবরণ
ফোন টির পিছনের দিক টা ক্যামেরার বর্ডার টা গোল সোনালী রঙের করা হইয়াছে । ডুয়াল ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ দিয়ে সাজানো রয়েছে । পাওয়ার বোতাম এবং স্পিকার নিয়ন্ত্রণ এর জন্য বোতাম হ্যান্ডসেট এর ডান দিকে দেখা যাচ্ছে । হ্যান্ডসেট টির দাম এখনো জানা যাই নি তবে এইটুকু নিশ্চিত যে ১৫০০০ এর মধ্যে দাম থাকবে
প্রসেসর :
ফোন টির মধ্যে একটি শক্তিশালী প্রসেসর দেওয়া হইয়াছে ৪nm Qualcomm snapdragon চিপসেট যা vivo T3x 5G কে শক্তি দেবে তার সাথে ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা প্রদান করবে । ফোন টি ৮GB +১২৮ GB / ৪GB +১২৮GB দুটি ভেরিয়েন্ট এ আসতে পারে
ব্যাটারী :
ব্যাটারী সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয় নি তবে ১৫ এপ্রিল জানা যাবে । সূত্র অনুযায়ী ফোনটির ব্যাটারী হতে পারে ৬০০০ mah এর ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকতে পারে
স্পিকার :
ফোনটিতে অডিও বুস্টার সাপোর্ট সহ ডুয়াল স্টেয়ারিও পাওয়া যাবে বলা আসা করা হচ্চে । এর সাথে পেয়ে যাবেন অডিও জ্যাক ।
ক্যামেরা :
একটি ৬৪ MP ডুয়াল ক্যামেরা এবং ১৬MP সেলফি শুটার থাকতে পারে ক্যামেরা সম্পর্কে এইটুকুই জানা গেছে এটি সত্য নাও হতে পারে
মূল্য :
vivo তরফ থেকে ফোনটির দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয় নি আসা করা হচ্চে যে ৪+১২৮=১৩৯৯৯ ও ৮+১২৮= ১৪৯৯৯ হতে পারে ।
ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ২২ এপ্রিল এর মধ্যে ।