গাড়িপ্রস্তুত কারক কোম্পানি hyundai ইতিমধ্যে তাদের নতুন Creta facelift এর লঞ্চ এর ঘোষণা করলো নতুন গাড়িটি চলতি মাসের ১৬ তারিখ থেকে পাওয়া যাবে। ইতিমধ্যে hyundai তাদের ডিলারশিপ দের গাড়ি ডিসপ্যাচ করতে শুরু করে দিয়েছে।
hyundai Creta facelift এ থাকবে অসাধারণ নতুন rectangular grille সাথে L সেপে daytime running light তার নিচে থাকবে টার্ন ইন্ডিগেটর লাইট। সামনের বাম্পার এ থাকবে দুটি এলইডি হেডল্যাম্প।
গাড়ির পেছন দিকটা নরমাল রাখার চেষ্টা করেছে আছে L সেপে এলইডি টেইল লাইট।
ইন্টেরিয়র এ রয়েছে ১০.২৫ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম।
আরো পড়ুন: বেশ কিছুটা দাম বাড়লো Hyundai Verna মডেলের। কোন মডেলের কি দাম জানুন
গাড়িটি তিনটি ইঞ্জিন অপশন এ পাওয়া যাবে ১.৫ লিটার পেট্রল, ১.৫ লিটার টার্বো পেট্রল, এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। ৫ টি ট্রান্সমিশন অপশন থাকবে ক্রেতাদের জন্য ৬ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড iVT, ৬ স্পিড iMT, ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এবং ৭ স্পিড DCT ট্রান্সমিশন এর সঙ্গে থাকবে
1 thought on “Hyundai Creta Facelift 2024: ফাঁস হলো হুন্ডাই ক্রেটার ফটো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে”