৩২ মেগাপিক্সেল ক্যামেরা, কার্ভ ওলেড ডিসপ্লে, ডিমেন্সিটি ৮২০০ সাথে আসলো Oppo Reno 11 এবং 11 Pro

গতকাল মালয়েশিয়ার মার্কেট এ আত্মপ্রকাশ করার পর ইন্ডিয়ার মার্কেট আজ লঞ্চ হলো অপ্পো রেনোর দুটি ফোন Oppo Reno 11 এবং 11 Pro দুটো ডিভাইস খুব প্রিমিয়াম ডিজাইন এবং ফিচার প্রদান করছে কাস্টমারদের বিশেষ করে ক্যামেরার দিক টা খুবই চোখে পড়ার মতো।

Oppo Reno 11 স্পেসিফিকেশন

অপ্পো রেনো ১১ এ আছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১২০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে জেটিতে ১০ বিট কালার এবং এইচডিআর সাপোর্ট করবে এবং ৯৫০ নিটস এর পিক ব্রাইটনেস এর সাপোর্ট ও দেওয়া হয়েছে।

স্মার্ট ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭০৫০ চিপসেট। থাকছে ৮ জিবি LPDDR4X এর র‌্যাম এবং ১২৮ জিবি আর ২৫৬ জিবির UFS ৩.১ স্টোরেজ অপসন। ফোনটিতে আছে ColorOS ১৪ যা এন্ড্রোইড ১৪ ওপর বেসড করে চলবে। কোম্পানির দাবি যে অপ্পো এই ফোনটিতে ৩ বছর অপারেটিং সিস্টেম এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

অপ্পো মূলত ক্যামেরা প্রেমীদের এ বেশি পছন্দের একটি ফোন তাই এই ফোন টিতেও ক্যামেরার দিক থেকে কোনো রকম কমতি রাখেনি দিয়েছে ৫০ মেগাপিক্সেল এর মেন্ ক্যামেরা সেন্সর যেটি যেটি Sony LYT600 মডেল এর সেন্সরটির এপারচার ƒ/1.8 এবং সাথে আছে ois এর সাপোর্ট যা ফটো বা ভিডিও ক্যাপচারের সময় স্ট্যাডি রাখতে সাহায্য করবে। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল এর Sony IMX355 ultrawide সেন্সর এবং ৩২ মেগাপিক্সেল এর Sony IMX709 টেলিফোটো সেন্সর যা ২X অপটিক্যাল জুম্ সাপোর্ট দেওয়া হয়েছে। সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল এর সেন্সর।

আরো পড়ুন: Realme GT 5 Pro: খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে দেখুন কি ফিচার আনতে চলেছে রিয়েলমি

ফোনটিতে পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারী এবং ৬৭ ওয়াট  SuperVOOC ফাস্ট চার্জিং এর সাপোর্ট। রয়েছে ৫জি এবং nfc সাপোর্ট।

Oppo Reno 11 Pro স্পেসিফিকেশন

Oppo Reno 11 Pro তে একই রকম ৬.৭ ইঞ্চির ওলেড কার্ভ প্যানেল রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্জ এর টাচ স্যামপিং রেট ৯৫০ নিটস এর ব্রাইটনেস।

Oppo Reno 11 Pro তে রয়েছে ডিমেন্সিটি ৮২০০ চিপসেট। ১২ জিবির LPDDR5X এর র‌্যাম এবং ২৫৬ জিবি UFS ৩.১ স্টোরেজ। সফটওয়্যার এ থাকছে এন্ড্রোইড ১৪ যেটি অপ্পো কাস্টম ইউসার ইন্টারফেস কালার ওএস ১৪ তে চলবে। ৪৫০০ এমএএইচ এর ব্যাটারী ৮০ ওয়াট SuperVOOC চার্জার সাপোর্ট করবে।

ক্যামেরার ডিপার্মেন্ট এ থাকছে ৫০ মেগাপিক্সেল IMX890 মেনসেন্সর ৩২ মেগাপিক্সেল ২x টেলিফোটো সেন্সর এবং ৮ মেগাপিক্সেল এর ultrawide সেন্সর।

দাম এবং কোথায় থেকে পাওয়া যাবে

অপ্পো রেনো ১১ এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ ইন্ডিয়ান রুপি যেখানে 8GB + 256GB মডেল এর দাম ৩১,৯৯৯ ইন্ডিয়ান রুপি এটি দুটি কালার এর সাথে পাওয়া যাবে  Wave Green এবং Rock Grey . অপ্পো রেনো ১১ প্রো দাম ৩৯,৯৯৯ ইন্ডিয়ান রুপি।

ফোনদুটি ফ্লিপকার্ট এবং অপ্পো অনলাইন এবং অফলাইন স্টোরে থেকে কিনতে পারবেন অপ্পো রেনো ১১ প্রো সেল শুরু হবে ১৮ জানুয়ারি থেকে এবং অপ্পো রেনো ১১ এর সেল শুরু হবে চলতি মাসের ২৫ তারিখে।  

Oppo Reno 11 and Reno 11 Pro specifications:

FeatureOppo Reno 11Oppo Reno 11 Pro
Display6.7-inch FHD+ 120Hz OLED, 10-bit color, HDR, 950 nits6.7-inch FHD+ 120Hz OLED, 950 nits, 240Hz touch sampling rate
ProcessorDimensity 7050 SoC (rebranded Dimensity 1080 SoC)Dimensity 8200
RAM8GB LPDDR4X12GB LPDDR5X
Storage128GB or 256GB UFS 3.1256GB UFS 3.1
SoftwareAndroid 14-based ColorOS 14Android 14-based ColorOS 14
Rear Cameras50MP Sony LYT600 (OIS), 8MP ultra-wide, 32MP telephoto50MP IMX890 (main), 8MP ultra-wide, 32MP telephoto
Front Camera32MP32MP
Battery5000mAh with 67W SuperVOOC fast charging4700mAh with 80W SuperVOOC fast charging
Connectivity5G, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.2, USB Type-C, NFC5G, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.2, USB Type-C, NFC
Dimensions (mm)162.4×74.3×7.99~8.04 (181g)162.4×74.1×7.59~7.66 (181g)
Price (India)Starts at Rs. 29,999Rs. 39,999
Color OptionsWave Green, Rock GreyPearl White, Rock Grey
AvailabilityPre-order from January 12th, on sale from Jan 25thPre-order from January 12th, on sale from Jan 18th

3 thoughts on “৩২ মেগাপিক্সেল ক্যামেরা, কার্ভ ওলেড ডিসপ্লে, ডিমেন্সিটি ৮২০০ সাথে আসলো Oppo Reno 11 এবং 11 Pro”

Leave a Comment