Realme GT 5 Pro গতমাসেই চায়নার বাজারে আত্মপ্রকাশ করেছিল খবর আসছে খুব শীঘ্রই ভারতের বাজারেও তাদের এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। ফোনটি নিয়ে আসছে বেশ কিছু নজর করা ফিচার তার মধ্যে রয়েছে কোয়ালকম এর লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Gen 3 সাথে ২৪ জিবির ram এবং ৪,৫০০ নিটস এর ব্রাইটনেস ডিসপ্লে ৫০ মেগাপিক্সেল এর সনির LYT-T808 সেন্সর আরো অনেক কিছু। নিচে দেওয়া হলো বিস্তারিত।
Realme gt 5 pro price & release date
ইন্টারভিউ চলা কালীন রিয়েলমির মার্কেটিং হেড “Francis Wong” কে যখন GT সিরিজ ভারতে লঞ্চ নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন “আমরা জানি কিভাবে জিটি সিরিজ প্রত্যাশিত ছিল এবং আমরা ২০২৪ সালে খুব শীঘ্রই ফিরিরে আনবো” যদিও এছাড়া লঞ্চ এর কোনো নির্দিষ্ট দিন জানানো হয়নি তবে খুব শীঘ্রই জানাবো হবে বলে আসা করা যাচ্ছে।
গত মাসে চিনার বাজারে লঞ্চ এর দিকে খেয়াল করলে কিছুটা দাম আন্দাজ করা যাই ভারতে কতটা দাম হতে পারে realme gt 5 pro price 12GB RAM এবং 256GB স্টোরেজ চাইনা তে লঞ্চ হয়েছিল CNY 3,399 যার ভারতীয় মূল্য (Rs 39,800) এটি তিনটি কালার অপশন Red Rock (orange), Starry Night (black) and Bright Moon (white) এর সাথে লঞ্চ হয়েছিল। কমলা এবং সাদা কালারটি টিতে আছে লেদার ফিনিশ এবং কালো কালারটি দেওয়া হয়েছে matte ফিনিস এর ডিজাইন।
Realme GT 5 Pro ফিচার
ডিসপ্লে: রিয়েলমি জিটি ৫ প্রো আসতে পারে ৬.৭৮ ইঞ্চির ১.৫K কার্ভ এমোলেড ডিসপ্লে ৪,৫০০ নিটস এর পিক ব্রাইটনেস ১৪৪ হার্জের ডিসপ্লে এবং থাকছে ২১৬০ হার্জের PWM dimming.
র্যাম এবং স্টোরেজ: Realme GT 5 Pro আসবে ১৬ জিবি LPDDR5X এর র্যাম এবং ১ টিবি UFS ৪.০ স্টোরেজ।
প্রসেসর: দ্রুত প্রসেসিং এর জন্য ফোনটিতে থাকবে লেটেস্ট Snapdragon 8 Gen 3 যাতে Adreno 750 GPU ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা: ফোনটি তিনটি ক্যামেরা অপশন এর সঙ্গে আসবে যার মেন্ সেন্সর এ থাকবে ৫০ মেগাপিক্সেল এর Sony LYT-T808 সেন্সর সঙ্গে থাকবে OIS এর সাপোর্ট , এবং থাকবে একটি পেরিস্কোপ এর ৫০ মেগাপিক্সেল এর Sony IMX890 সেন্সর জেটিতে OIS এবং EIS দুটোরই সাপোর্ট থাকবে , এবং ৮ মেগাপিক্সেল এর একটি ultrawide সেন্সর জেটিতে ব্যবহার করা হয়েছে OmniVision OV0810 সেন্সর।
সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল এর একটি সেন্সর।
আরো পড়ুন: চোখ ধাঁধানো কালারে পাওয়া যাবে Motorola এর দুটি ফোন: কত হবে দাম
ব্যাটারী: পাওয়ার ব্যাকআপ এর জন্য ৫,৪০০ এমএএইচ এর একটি বড়ো ব্যাটারী থাকবে যেটি চার্জিং এর জন্য ১০০ ওয়াট তার যুক্ত এবং ৫০ ওয়াট তার বিহীন চার্জার সাপোর্ট করবে।
সফটওয়্যার: Realme GT 5 Pro চলবে রিয়েলমি ইউএই (Realme UI) ৫.০ যেটি এন্ড্রোইড ১৪ ওপর বেসড করে তৌরি করা হয়েছে।
অন্যান্য ফিচার: IP64 রেটিং এর সঙ্গে আসতে পারে থাকবে 3VC iceberg cooling system এবং NFC, Dolby Atmos সাথে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
Realme GT 5 Pro Specification & features:
Feature | Specification |
---|---|
Display | 6.78-inch 1.5K curved AMOLED, 144Hz refresh rate, 4500 nits, 2160Hz PWM dimming |
Processor | Qualcomm Snapdragon 8 Gen 3, Adreno 750 GPU |
RAM and Storage | Up to 16GB LPDDR5X RAM, 1TB UFS 4.0 storage |
Rear Cameras | 50MP Sony LYT-T808 (OIS), 50MP Sony IMX890 periscope (OIS+EIS), 8MP ultra-wide |
Front Camera | 32MP for selfies |
Battery and Charging | 5,400mAh, 100W fast charging, 50W wireless charging |
Software | Android 14-based Realme UI 5.0 |
Other Features | IP64 rating, 3VC iceberg cooling system, NFC, Dolby Atmos, under-display fingerprint sensor, Hi-Res audio |
Pricing (China) | Starts at CNY 3,399 (Rs 39,800 approx) for 12GB RAM + 256GB storage |
Color Options | Red Rock (orange), Starry Night (black), Bright Moon (white) |
Finish | Orange and White variants have a leather finish, Black variant has a matte finish |
2 thoughts on “Realme GT 5 Pro: খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে দেখুন কি ফিচার আনতে চলেছে রিয়েলমি”
Comments are closed.