iphone আমাদের সকলেরই স্বপ্ন আর সেই স্বপ্নকেই বাস্তবায়ন করতে Flipkart শুরু হচ্ছে Republic Day Sale খুবই সস্তায় পাওয়া যাবে এই ফোন গুলি আগামী ১৪ জানুয়ানি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল। এক নজরে দেখা নেওয়া যাক কোন মডেল এর কত দাম হতে চলেছে।
iPhone 15
আইফোন ১৫ ১২৮ জিবি ভেরিয়েন্ট যেটি গত বছর ২০২৩ সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল এখন দাম ৭৯,৯০০ টাকা ফ্লিপকার্টের তরফ থেকে ৮ পার্সেন্ট ছাড় দেওয়া হবে যার মূল্য হবে ৭২,৯৯৯ টাকা। তাছাড়াও কোম্পানির তরফ থেকে ৫৭,৯৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রেখেছে এবং অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে তাদের বাছাই করা কিছু ফোনের জন্য। এছাড়াও HDFC ব্যাঙ্ক এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI ট্রান্সাকশন করলে পেয়ে যাবে ৪০০০ টাকার ডিসকাউন্ট।
আরো পড়ুন: ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, কার্ভ ওলেড ডিসপ্লে, ডিমেন্সিটি ৮২০০ সাথে আসলো Oppo Reno 11 এবং 11 Pro
iPhone 14
আইফোন ১৪ ১২৮ জিবির বর্তমান দাম ৬৯,৯০০ টাকা এবং ফ্লিপকার্টে ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে অর্থাৎ ফাইনাল দাম হবে ৫৮,৯৯৯ টাকা। এবং কনসিউমার ৫৪,৯৯০ টাকা এক্সচেঞ্জ এ ছাড় পাবেন । যদি আপনার কাছে এক্সিস এবং এইচডিএফসি ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা এর কার্ড থাকে তো আর কোনো কোথায় নেই।
iPhone 13
আইফোন ১৩ বর্তমান দাম ৫৯,৯০০ টাকা পেয়ে যাবেন ৫২,৯৯৯ টাকায় এবং এক্সচেঞ্জ এ পেয়ে যাবেন ৪৪,৪০০ টাকা পর্যন্ত ছাড় অতিরিক্তি ৩০০০ টাকা ছাড় পাবেন বাছাই করা কিছু মডেল এর ওপর সাথে থাকছে ব্যাঙ্ক অফারও
মনে রাখবেন অতিরিক্তি এক্সচেঞ্জ অফার মডেল এবং তার কন্ডিশন হিসাবে মূল্য দেওয়া হয় আপনি যত দামি ডিভাইস এক্সচেঞ্জ করবেন ততো বেশি ছাড় পাওয়া সম্ভবনা থাকবে। ওপরে দেওয়া দাম গুলি সম্পূর্ণ আইডিয়া ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। বিভিন্ন কাস্টমারের ক্ষেত্রে মূল্যের কিছুটা পরিবর্তন হতে পারে শুধু এক্সচেঞ্জ এর ওপর।