ইতিমধ্যেই অপ্পো তাদের নতুন স্মার্টফোন Oppo K12x 5G লঞ্চ এর কথা ঘোষণা করেছে ইন্ডিয়া তে। গত মে মাসেই চায়নাতে এই ফোনটি লঞ্চ করেছিল অপ্পো। এবার সেটারই ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসছে।
Oppo K12x 5G ইন্ডিয়া লঞ্চ ডেট
Oppo ২১ জুলাই এ একটি মাইক্রোসাইট ফ্লিপকার্ট এ লঞ্চ করে প্রাথমিক ঝলক দেখিয়েছে এবং জানানো হয়েছে যে আগামী ২৯ জুলাই ২০২৪। এবং ফোনটির লুক প্রায় oneplus nord ce 4 এর মতো দেখতে। যদিও আরো বিস্তারিত ডিসাইন এবং ফিচার সম্পর্কে লঞ্চ এর সময় জানা যাবে।
আরো পড়ুন : Honor 200: Snapdragon 7 Gen 3, ১০০ ওয়াট চার্জিং সাথে লঞ্চ হলো, দেখে নিন ফিচার
Oppo K12x 5G ফিচার
Oppo K12x 5G Snapdragon 7 Gen 3 SoC চিপসেট এর সঙ্গে লঞ্চ হবে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। ৬.৭ ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ব্যাকআপ এর জন্য রয়েছে ৫৫০০ এমএএইচ এর বিগ ব্যাটারী যেটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও দেওয়া হয়েছে। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
1 thought on “Oppo K12x 5G খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে, জানুন বিস্তারিত”
Comments are closed.