২০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে Honor 90 5G: সেল শুরু হলো আমাজন এ

গত বছরে Honor ইন্ডিয়া তে ব্যাক করেছিলো তাদের Honor 90 5G স্মার্ট ফোনের সাথে। ফোনটি লঞ্চ করেছিল ৩৭,৯৯৯ টাকা দামের সঙ্গে। প্রায় ৬ মাস পর ফোনটির দাম কমলো Amazon Great Republic Day sale এ পাওয়া যাবে ২০,০০০ টাকার নিচে। কিন্তু কিভাবে চলুন জেনে নেওয়া যাক

ইতি মধ্যে সেল শুরু হয়ে গেছে চলবে ১৮ জানুয়ারি তারিখ পর্যন্ত। যদিও প্রাইম মেম্বাররা একদিন আগে থেকেই অফারের একসেস পেয়ে গেছেন।

  • Honor 90 পাওয়া যাচ্ছে ২৮,৯৯৯ টাকা ডিসকাউন্ট এ ৮ জিবি র‌্যাম ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০,৯৯৯ টাকা তে ১২ জিবি ৫১২ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।
  • এবং এই দাম গুলির সঙ্গে আমাজন অফার করছে ৬,০০০ টাকার কুপন ডিসকাউন্ট যার পর ফোনটির দাম ২২,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা দাম হচ্ছে।
  • এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি কার্ড থেকে থাকে তাহলে অতিরিক্ত ৩,৭৫০ টাকা ছাড় পেয়ে যাবেন।
  • যার অবশেষ মূল্য দাঁড়ায় ১৯,২৪৯ টাকা যা ২০,০০০ টাকা থেকেও কম।
  • ফোনটিতে কোনো রকম চার্জার দেওয়া হয়না কোম্পানির পক্ষ থেকে কিন্তু এই সেল এ ৩০ ওয়াট এর একটি চার্জার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আরো পড়ুন: লঞ্চ করলো অপ্পো রেনো

Honor 90 ফিচার

Honor 90 তে রয়েছে ৬.৭ ইঞ্চির ১.৫ কে কর্ভাড এমোলেড ডিসপ্লে সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট ১৬০০ নিটস এর সর্বোচ্ছ ব্রাইটনেস।

ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ যেন ১ এর চিপসেট। ৮ জিবি ১২ জিবি LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি আর ৫১২ জিবির UFS ৩.১ ইন্টারনাল স্টোরেজ।

ক্যামেরা বিভাগে রয়েছে ৩ টি ক্যামেরা যার মেন্ সেন্সর ২০০ মেগাপিক্সেল ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং ম্যাক্রো সেন্সর ২ মেগাপিক্সেল এর ডেপ্থ সেন্সর। এবং ৫০ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা

পাওয়ার এর জন্য ৫০০০ এমএএইচ এর ব্যাটারী। Honor 90 তে রয়েছে MagicOS ৭.১ যেটি এন্ড্রোইড ১৩ ওপর বেসড করে তৈরী।

ফোনটি ৩ টি কালারে উপলব্ধ পাবেন Diamond Silver, Emerald Green, and Midnight Black

FeatureSpecification
General
RAM8 GB
ProcessorQualcomm Snapdragon 7 Gen 1
Battery5000 mAh
Operating SystemAndroid v13
Launch DateSeptember 18, 2023 (Official)
Display
TypeAMOLED
Size6.7 inches (17.02 cm)
Resolution1200 x 2664 pixels
Refresh Rate120 Hz
Camera
Rear Camera200 MP + 12 MP + 2 MP
Front Camera50 MP
Video Recording (Rear)3840×2160 @ 30 fps, 1920×1080 @ 30 fps
Video Recording (Front)3840×2160 @ 30 fps, 1920×1080 @ 30 fps
Battery
Capacity5000 mAh
TypeLi-Polymer
Quick ChargingYes, Super, 66W
Storage
Internal Memory256 GB
Expandable MemoryNo
Connectivity
5G SupportYes (In India), 4G Supported
SIM SlotsDual Nano SIM
Wi-FiWi-Fi 6E (802.11 a/b/g/n/ac/ax) 5GHz 6GHz, MIMO
BluetoothYes, v5.2
GPSYes with A-GPS, Glonass
NFCYes
USB ConnectivityUSB Type-C
Sensors
Fingerprint SensorYes, On-screen, Optical
Other SensorsLight, Proximity, Accelerometer, Compass, Gyroscope

Leave a Comment