Realme Note Series নতুন ফোন আসতে চলেছে Realme Note 50 জানুন স্পেসিফিকেশন

Realme তাদের নতুন Realme Note 50 লঞ্চ করছে এই ২৩ জানুয়ারিতেই লঞ্চ হবে Philippines এ। realme X এর মাধ্যম দিয়ে তাদের নতুন ফোনের কথা প্রকাশ করেছে। কোম্পানি বেশ কিছু পোস্টার ও শেয়ার করছে তাদের এই ফোন নিয়ে। ফোনটি এন্ট্রি লেভেল এর ফোন হতে চলেছে। এন্ট্রি লেভেল এর হলেও realme বেশ কিছু সুন্দর ফিচার দিয়েছে। দেখুন নিচে

Realme Note 50 ফিচার

Realme Note 50 সামনের দিকে রয়েছে ৬.৭৪ ইঞ্চির একটি IPS LCD প্যানেল যার রেজুলেশন ১৬০০X ৭২০ পিক্সেল রয়েছে ৯০Hz এর রিফ্রেশ রেট এবং ১৮০ Hz এর টাচ স্যাম্পিং রেট। সুরক্ষার জন্য রয়েছে IP54 এর রেটিং যেটি ধুলো এবং ছোটোখাটো জলের ছিটে থেকে ফোনকে রক্ষা করবে।

Note 50 তে রয়েছে UNISOC T612 প্রসেসর ৪ জিবির র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৫০০০ এমএএইচ এর ব্যাটারী যেটি ১০ওয়াট এর USB C চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা বিভাগে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর monochrome মেন্ সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা। রয়েছে ডুয়াল সিম এর সাপোর্ট, ওয়াইফাই , ব্লুএটুথ ৫.০, জিপিএস, USB-C, এবং ৩.৫ mm এর হেডফোন জ্যাক।

আরো পড়ুন: Noise ColorFit Chrome: অসাধারণ একটি স্মার্টওয়াচ লঞ্চ করলো নয়েস রয়েছে এমোলেড ডিসপ্লে জানুন বিস্তারিত

Realme Note 50 দাম (Philippines) এর হিসাবে

Realme Note 50 এর দাম Philippines এর মূল্যে PHP 3,599 যার ভারতীয় মূল্য ৬০০০ টাকা।

2 thoughts on “Realme Note Series নতুন ফোন আসতে চলেছে Realme Note 50 জানুন স্পেসিফিকেশন”

Leave a Comment