oppo আজ ঘোষণা করলো তাদের ফ্ল্যাগশিপ ফোন Oppo Find X7 Ultra তে বিশ্বের প্রথম ডুয়াল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা (dual-periscope telephoto cameras) এবং এটি প্রথম ফোন হতে চলেছে যাতে সনির ১ ইঞ্চির সেন্সর (LYT-900 sensor) ব্যবহার করা হবে.
এর জন্য oppo swedish কোম্পানি Hasselblad এর সঙ্গে পার্টনারশিপ করেছে। ফোনটিতে থাকবে ৪ টি ক্যামেরা সেটআপ HyperTone engine এর সঙ্গে কোম্পানির দাবি এতে করে তোলা ছবি কোয়ালিটি নষ্ট ছাড়াই ন্যাচারাল লাগবে।
Oppo Find X7 Ultra ফিচার
প্রসেসর: Oppo Find X7 Ultra থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (snapdragon 8 gen 3) ১৬ জিবি LPDDR5X ram এর সঙ্গে থাকবে (UFS ৪.০) ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ডিসপ্লে : ফোনটিতে একটি বড়ো ৬.৮২ ইঞ্চি QHD 1440×3,168 পিক্সেল এর AMOLED LTPO ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটির PPI 510 এবং ৪৫০০ নিটস এর পিক ব্রটিটনেস রয়েছে। এবং রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং ২৪০Hz এর টাচ স্যাম্পিং রেট।
ক্যামেরা : Oppo Find X7 Ultra প্রথম ফোন যেখানে দুটি পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং মার্কেট এ প্রথম বার কোনো ফোনে থাকবে 1-inch Sony LYT-900 sensor . Hasselblad ৫০ মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ৫০ (f/1.8) মেগাপিক্সেল LYT-900 ১ ইঞ্চির মেন্ ক্যামেরা সঙ্গে থাকছে OIS এবং ৫০ মেগাপিক্সেল এর দ্বিতীয় LYT-600 একটি ultrawide সেন্সর 1/1.95 ইঞ্চি সেন্সর এর সঙ্গে যার ফোকাল লেন্থ ১৪mm এবং থাকছে ৩X এবং ৬X অপটিক্যাল জুম্ এর সুবিধাও।
আরো পড়ুন : Fire-Boltt dream: এন্ড্রোইড OS , 4G কাননেশন , 60Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ করছে
ব্যাটারী : ৫০০০ এমএএইচ এর একটি বড়ো ব্যাটারী সঙ্গে ১০০w এর তার যুক্ত চার্জিং এর সুবিধা এবং ৫০w এর ওয়্যারলেস চার্জিং এর বেবস্তাও।
সফটওয়্যার : কোম্পানির তরফ থেকে জানা গাছে যে Oppo Find X7 Ultra তে চারটি এন্ড্রোইড এর আপডেট এবং পাঁচ বছরের সুরক্ষার উপডেট ও দেওয়া হবে।
অন্যান্য: থাকছে NFC, 5G, 4G LTE, Wi-Fi 7 এবং USB 3.2 port এবং USB Type-C পোর্ট এর সুবিধা। জানা যাচ্ছে যে স্যাটেলাইট কমিউনিকেশন এর সিবিধাও থাকতে পারে।
Oppo Find X7 Ultra দাম কত
চাইনা তে তিনটি ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে Oppo Find X7 Ultra যার দাম যথাক্রমে (৫,৯৯৯) চাইনিস ইউয়ান (৭০,০০০) ভারতীয় টাকা 12GB RAM + 256GB স্টোরেজ এর দাম, 16GB RAM + 256GB স্টোরেজ এর দাম ৬,৪৯৯ ইউয়ান যার ভারতীয় মূল্য (৭৫,০০০) টাকা এবং সর্বোচ্ছ মডেল টির দাম 16GB RAM + 512GB ৬,৯৯৯ ইউয়ান (৮০,০০০) টাকা ভারতীয় মূল্য।
Oppo Find X7 Ultra specifications :
Feature | Oppo Find X7 Ultra |
---|---|
Processor | Snapdragon 8 Gen 3 SoC |
RAM | 12GB / 16GB |
Storage | 256GB / 512GB |
Rear Cameras | Quad Camera Setup: 50MP (Sony LYT-900 sensor) + 50MP + 50MP + 50MP |
Front Camera | Not specified |
Display | AMOLED, 120Hz dynamic refresh rate |
Battery | 5,000mAh |
Charging | 100W charging support |
Color Options | Pine Shadow, Silver Moon, Vast Sea, Sky |
Prices (China) | 12GB + 256GB: CNY 5,999 (approx. Rs. 70,000) |
16GB + 256GB: CNY 6,499 (approx. Rs. 75,000) | |
16GB + 512GB: CNY 6,999 (approx. Rs. 80,000) |
1 thought on “Oppo Find X7 Ultra : আসছে দ্বিতৃয় প্রজন্মের সনি ১ ইঞ্চি সেন্সর এর সাথে ডুয়াল পেরিস্কোপ ক্যামেরা”
Comments are closed.