Infinix Smart 8 : ১৩ জানুয়ারি flipkart এ লঞ্চ হচ্ছে

ইতিমধ্যেই ব্র্যান্ড এর তরফ থেকে খবর পাওয়া গাছে যে আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২ টা (Local Time) ফ্লিপকার্ট একটি মাইক্রো সাইট লঞ্চ করেছে যেখানে তার ফিচার এবং দাম এর ইঙ্গিত ও দেওয়া হয়েছে।

Infinix Smart 8 ফিচার

Infinix Smart 8 ৬.৬ ইঞ্চি LCD প্যানেল পাঁচ হল ডিসপ্লে থাকছে যার জেজুলেশন 1612×720 পিক্সেল ৯০Hz রিফ্রেশ রেট ও থাকছে। Magic Ring এর সাথে আসবে নোটিফিকেশন এ নতুন নতুন অ্যানিমেশন ও দেখা যাবে।

কোম্পানির দাবি Infinix Smart 8 সেগমেন্ট এর প্রথম ফোন হতে চলেছে যেখানে সাইড মাউন্ট (side mount) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (finger print sensor) ব্যবহার করা হয়েছে। এবং থাকছে ৫০ মেগাপিক্সেল এর এর একটি মেন্ ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা যার সাথে একটি ফ্লাশ লাইট যেটি সেগমেন্ট এর প্রথম কোনো কোম্পানি দিতে চলেছে। ৪ টি কালার বিকল্পের সঙ্গে কিনতে পারবেন।

যদিও কোম্পানির তরফ থেকে প্রসেসর এর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু কোম্পানি তরফ থেকে জানা গেছে ফোনটিতে থাকবে ৪ জিবি ram এবং ৪ জিবির virtual ram , ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারী এবং সঙ্গে USB C পোর্ট এর সুবিধা

আরো পড়ুন : জানুয়ারিতেই লঞ্চ হবে OnePlus 12R: কেনা যাবে Amazon থেকে

Infinix Smart 8 দাম কত হবে

যদিও এখন কোম্পানির তরফ থেকে ফাইনাল দাম জানানো হয়নি তবে এই ৭,০০০ টাকার মধ্যে থাকবে ফ্লিপকার্টের পেজ অনুযায়ী অনুমান করলে ৬,২৯৯ টাকা হতে পরে (সম্ভাব্য)

FeatureSpecification
ChipsetUnisoc T606 (Global variant)
Display6.6-inch HD+ (1,612 x 720 pixels), 90Hz refresh rate, 500 nits brightness (Global variant)
RAMUp to 8GB (4GB physical RAM + 4GB virtual RAM)
Storage64GB onboard storage
Rear Cameras50MP primary sensor, AI-assisted secondary sensor
Front Camera8MP with selfie flash
Battery5,000mAh
Operating SystemAndroid (specific version not mentioned)
Fingerprint SensorSide-mounted on the power button
Magic Ring FeaturePill-shaped collapsible island for notifications
Color OptionsGalaxy White, Rainbow Blue, Shiny Gold, Timber Black
Price (Teased)Below Rs. 7,000 (as listed on Flipkart)

1 thought on “Infinix Smart 8 : ১৩ জানুয়ারি flipkart এ লঞ্চ হচ্ছে”

Comments are closed.