ইতিমধ্যেই ব্র্যান্ড এর তরফ থেকে খবর পাওয়া গাছে যে আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২ টা (Local Time) ফ্লিপকার্ট একটি মাইক্রো সাইট লঞ্চ করেছে যেখানে তার ফিচার এবং দাম এর ইঙ্গিত ও দেওয়া হয়েছে।
Infinix Smart 8 ফিচার
Infinix Smart 8 ৬.৬ ইঞ্চি LCD প্যানেল পাঁচ হল ডিসপ্লে থাকছে যার জেজুলেশন 1612×720 পিক্সেল ৯০Hz রিফ্রেশ রেট ও থাকছে। Magic Ring এর সাথে আসবে নোটিফিকেশন এ নতুন নতুন অ্যানিমেশন ও দেখা যাবে।
কোম্পানির দাবি Infinix Smart 8 সেগমেন্ট এর প্রথম ফোন হতে চলেছে যেখানে সাইড মাউন্ট (side mount) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (finger print sensor) ব্যবহার করা হয়েছে। এবং থাকছে ৫০ মেগাপিক্সেল এর এর একটি মেন্ ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা যার সাথে একটি ফ্লাশ লাইট যেটি সেগমেন্ট এর প্রথম কোনো কোম্পানি দিতে চলেছে। ৪ টি কালার বিকল্পের সঙ্গে কিনতে পারবেন।
যদিও কোম্পানির তরফ থেকে প্রসেসর এর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু কোম্পানি তরফ থেকে জানা গেছে ফোনটিতে থাকবে ৪ জিবি ram এবং ৪ জিবির virtual ram , ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারী এবং সঙ্গে USB C পোর্ট এর সুবিধা
আরো পড়ুন : জানুয়ারিতেই লঞ্চ হবে OnePlus 12R: কেনা যাবে Amazon থেকে
Infinix Smart 8 দাম কত হবে
যদিও এখন কোম্পানির তরফ থেকে ফাইনাল দাম জানানো হয়নি তবে এই ৭,০০০ টাকার মধ্যে থাকবে ফ্লিপকার্টের পেজ অনুযায়ী অনুমান করলে ৬,২৯৯ টাকা হতে পরে (সম্ভাব্য)
Feature | Specification |
---|---|
Chipset | Unisoc T606 (Global variant) |
Display | 6.6-inch HD+ (1,612 x 720 pixels), 90Hz refresh rate, 500 nits brightness (Global variant) |
RAM | Up to 8GB (4GB physical RAM + 4GB virtual RAM) |
Storage | 64GB onboard storage |
Rear Cameras | 50MP primary sensor, AI-assisted secondary sensor |
Front Camera | 8MP with selfie flash |
Battery | 5,000mAh |
Operating System | Android (specific version not mentioned) |
Fingerprint Sensor | Side-mounted on the power button |
Magic Ring Feature | Pill-shaped collapsible island for notifications |
Color Options | Galaxy White, Rainbow Blue, Shiny Gold, Timber Black |
Price (Teased) | Below Rs. 7,000 (as listed on Flipkart) |
1 thought on “Infinix Smart 8 : ১৩ জানুয়ারি flipkart এ লঞ্চ হচ্ছে”
Comments are closed.