WhatsApp: এবার ভিডিও কলে শেয়ার করা যাবে Music নতুন ফিচার আনছে হোয়াটস্যাপ

Meta কোম্পানি দ্বারা পরিচালিত জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ হোয়াটসএপ এ করা যাবে মিউজিক শেয়ার। যদিও এখন এই ফিচার টা শুধু বিটা টেস্টার দের জন্য উপলব্ধ করা হয়েছে। এবং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সাধারণ ব্যবহার কারীদের জন্য উপলব্ধ করা হবে। কি এই ফিচার? কি সুবিধা হবে এই ফিচার এ

আগত সপ্তাহের মধ্যে এন্ড্রোইড ব্যবহার করি দেড় জন্য আসছে। এখন থেকে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করলে সেই ডিভাইস এর অডিও বা music ওপর পক্ষের ব্যবহার কারী শুনতে পাবেন যাতে করে কোনো মিটিং বা ওয়ান টু ওয়ান কথোপকথনে ওপর পক্ষ খুব সহজেই বুঝতে পারবে।

“ভিডিও কলের সময় নির্বিঘ্নে মিউজিক অডিও শেয়ার করার ক্ষমতা শুধুমাত্র গ্রুপ ইন্টারঅ্যাকশনে একত্রিত হওয়ার অনুভূতিকে উৎসাহিত করে না বরং একের পর এক কথোপকথনে ঘনিষ্ঠতার একটি অতিরিক্ত স্তর নিয়ে আসে,” WABetaInfo বলেছে।

আরো পড়ুন: Oppo Find X7 Ultra : আসছে দ্বিতৃয় প্রজন্মের সনি ১ ইঞ্চি সেন্সর এর সাথে ডুয়াল পেরিস্কোপ ক্যামেরা

রিপোর্ট এ বলা হয়েছে দুটো ইউসার আলাদা জায়গায় থেকেও একইসঙ্গে কনটেন্ট উপভোগ করতে পারবেন এই অডিও শেয়ার এর মাধ্যমে। এটি একটি আলাদা অভিজ্ঞতা আনবে হোয়াটসআপ ব্যবহার কারীর দের মধ্যে

Leave a Comment