Fire-Boltt dream: এন্ড্রোইড OS , 4G কাননেশন , 60Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ করছে

Fire-Boltt Dream খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন এন্ড্রোইড ওয়াচ। বাজারে উপলব্ধ স্মার্ট ওয়াচ গুলি বেশির ভাগই ব্লুএটুথ কানেকশন এর যাতে কল আর ফিটনেস পরিমাপ ছাড়া কিছুই বেশি করা যাই না। আবার অপর দিকে কোনো এন্ড্রোইড স্মার্ট ওয়াচ এর দাম ও অনেক টাই ব্যয়বহুল। তাই সেই সব কথা মাথায় রেখে স্মার্ট ওয়াচ প্রেমীদের জন্য Fire-Boltt তাদের নতুন Android watch আনতে চলেছে। কি কি বিশেষ ফিচার আছে জানুন

Fire-Boltt Dream ফিচার

ডিজাইন : Fire-Boltt Dream দেখতে কতটা apple watch এর মতো যার সাইডে গোল চাকতি বাটন আছে। ওপর দিকে আছে মাইক এবং সিম কার্ড এর স্লট। ওয়াচটি চৌকো (square) ডায়াল এর যা দেখতে বেশ চমকপ্রদক।

Image credit : stufflistings

ডিসপ্লে : ২.০২ ইঞ্চি এর একটি বড়ো এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে টি ৬০Hz রিফ্রেশ রেট এর সঙ্গে ৬০০ নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে যাতে প্রখর সূর্যের আলোতেও ডিসপ্লে দেখতে সম্যসা না হয়।

কানেক্টিভিটি : Fire-Boltt Dream এ থাকছে আলাদা ভাবে সিম লাগানোর জায়গা যেকোনো 4G ন্যানো সিম ব্যবহার করা যাবে। ওয়াইফাই 2.4 GHz সাপোর্ট ও দেওয়া হয়েছে।

প্রসেসর : quad-core Cortex-A7MP প্রসেসর গ্রাফিক্স এর জন্য Mali T820 MP1 GPU ব্যবহার করেছে।

স্টোরেজ: ২জিবি ram এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে।

ব্যাটারী : ৮০০ এমএইচ এর ব্যাটারী পাওয়ার ব্যাকআপ এর জন্য থাকছে।

প্লেস্টোর এর ১০০০+ বেশি এপপ্স এক্সেস করা যাবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্রাউসিং এবং খাবার অর্ডার সমস্ত টাই করা যাবে Fire-Boltt Dream ওয়াচ এ থাকছে GPS এর সাপোর্ট ও

সব মিলিয়ে একটি পাওয়ারফুল প্যাকেজ দিচ্ছে Fire-Boltt Dream ওয়াচ। ১০ জানুয়ারি দুপুর ১২ টা থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট এবং Fire-Boltt এর ওয়েবসাইট এ দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ এবং মেটাল স্ট্র্যাপ এর জন্য দাম পড়বে ৬,২৯৯ টাকা

1 thought on “Fire-Boltt dream: এন্ড্রোইড OS , 4G কাননেশন , 60Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ করছে”

Leave a Comment