Microsoft তাদের কীবোর্ড এ নতুন key copilot যুক্ত করতে চলেছে জানুন বিস্তারিত

বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর গুরুপ্ত আমরা সকলেই জেনেছি এবং দৈনন্দিন জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার ও করছি। সে অফিস এর ইমেইল লেখা হোক বা কলেজ এর এসসিসমেন্ট।নিত্য দিনন্দিন কাজ কে আরো সুবিধা করার কথা মাথায় রেখে মাইক্রোসফট ৩০ বছর পর তাদের কীবোর্ড এ নতুন কি (key) যুক্ত করতে চলেছে যার নাম দিয়েছে copilot key

copilot key কী

কোপাইলট কি একটি AI (artificial intelligence) কী যার মাধ্যমে কম্পিউটার ব্যবহার কারীরা খুব সহজে কম্যান্ড দিয়ে তাদের প্রয়োজনীয় উত্তর জানতে পারবেন।

copilot key এর কাজ

কোপাইলট কি কিবোর্ড এর স্পেস বার এর alt key পশে থাকবে যার কাজ এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রম্প্ট কে ওপেন করবে যেখানে কম্যান্ড দ্বারা আমাদের প্রশ্নের উত্তর দেবে AI টেক্সট এর উত্তর থেকে শুরু করে কোনো ছবি তৈরী সব রকম।

কবে লঞ্চ হবে

চলতি বছরেই মাইক্রোসফট প্রথম তাদের নিজস্ব ল্যাপটপ এবং কম্পিউটার এ ব্যবহার করতে শুরু করবে।

আরো পড়ুন: বাজারে এলো xiaomi নতুন ফোন Redmi Note 13 5G : জেনে নিন বিশেষ ফিচারআরো পড়ুন: আরো পড়ুন

Microsoft এর প্রোডাক্ট ছাড়া কিভাবে ব্যবহার করবেন এই copilot

কপিলট ইতিমধ্যে উইন্ডোস ১১ ব্যবহার কারীদের জন্য উপলব্ধ আছে। কিন্তু যদি কারো কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে ওয়েব ব্রাউসার এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই কোপাইলট। এবং স্মার্টফোন ব্যবহার করি রা গুগল প্লেস্টোর থেকে ডাওনলোড করতে পারবেন কোপাইলট এপপ্স।

1 thought on “Microsoft তাদের কীবোর্ড এ নতুন key copilot যুক্ত করতে চলেছে জানুন বিস্তারিত”

Leave a Comment