ফটো কিভাবে লুকিয়ে রাখবো : জানুন Android এবং iphone এ কিভাবে ফটো লুকিয়ে রাখতে হয়

বর্তমানে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে সবাই ডিজিটাল ক্যামেরা ব্যবহার করছি ফটো তোলার জন্য কিন্তু ফটো তোলার কথা হঠাৎ মাথায় আসলেই আমাদের চোখ যাই স্মার্ট ফোনের দিকে। আমরা নিয়মিত অনেক ফটো তুলি কিছু ফটো পার্সোনাল হয়ে থাকে তাই আজকে জন্য কিভাবে ফটো কে লুকিয়ে (photo hide) করে রাখা যাই এন্ড্রোইড এন্ড আইফোনে।

মনে আছে আগে আমাদের কোনো কিছু লুকিয়ে রাখতে গেলে থার্ড পার্টি এপপ্স ব্যবহার করতে হতো কিন্তু তাতে সুরক্ষার (security) দিক টাও অনেক তাই ঝুঁকি পূর্ণ হয়ে যাই। বর্তমান সময়ে মোবাইল ফোন প্রস্তুত কারক রা সুরক্ষার কথা মাথায় রেখে inbulid কিছু ফিচার দিয়েছে যেটা আমরা ব্যবহার করতে পারি।

Android ফোনে কিভাবে ফটো লুকিয়ে রাখবো

এন্ড্রোইড ফোনে ফটো দুটি ভাবে ফটো লুকিয়ে রাখা যাই একটা গ্যালারি গুগল ফটো মাধ্যমে অন্যটি ফাইল ম্যানেজার এপপ্স এর মাধ্যমে এবং এতে এক্সট্রা পাসওয়ার্ড যুক্ত করার সুবিধেও আছে যাতে করে সুরক্ষার দিক টা আরো নিশ্চিত করা যাই।

গুগল ফটোতে কিভাবে ফটো লুকিয়ে রাখবো

পদক্ষেপ ১: Google Photos অ্যাপে যান।
পদক্ষেপ ২: “Library” অপশনে যান।
পদক্ষেপ ৩: এখন “Utilities” মেনুতে যান।
পদক্ষেপ ৪: এখন “Set up Locked Folder” অপশনে স্ক্রোল করুন।
পদক্ষেপ ৫: “Get Started” এ ক্লিক করুন এবং এই ফোল্ডারে প্রবেশ করতে আপনার স্মার্টফোনের পাসওয়ার্ড ব্যবহার করুন।
পদক্ষেপ ৬: এখন ফটো ট্যাবে ফিরে চলুন।
পদক্ষেপ ৭: যেই ফটো গুলি লুকিয়ে রাখতে চান সেগুলো বেছে নিন
পদক্ষেপ ৮: উপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করুন এবং “Move to Locked Folder” অপশনে ক্লিক করুন। কন্ফার্ম করে দিন বাস আপনার ফটো গুলি লক ফোল্ডার এ চলে যাবে। পুনরায় দেখার জন্য আগে বেবহৃত পাসওয়ার্ড টি ব্যবহার করুন।

আরো পড়ুন : Microsoft তাদের কীবোর্ড এ নতুন key copilot যুক্ত করতে চলেছে জানুন বিস্তারিত

ফাইল ম্যানেজার এ কিভাবে ফটো লুকিয়ে রাখবো

পদক্ষেপ ১: আপনার Android স্মার্টফোনে Files অ্যাপ খুলুন।
পদক্ষেপ ২: “Safe folder” অপশনে যান।
পদক্ষেপ ৩: স্ক্রিনে প্রদর্শিত পদক্ষেপগুলি অনুসরণ করে একটি চার-সংখ্যার পিন বা একটি প্যাটার্ন যোগ করুন যাতে এটি নিরাপদ হয়।
পদক্ষেপ ৪: এবং এখন এই ফোল্ডারে প্রয়োজনীয় ছবি যোগ করুন যেই ফটো টিকে করতে চান সেটিকে সিলেক্ট করে “Move to Safe folder” এ ক্লিক করুন।

iphone ফোনে কিভাবে ফটো লুকিয়ে রাখবো

নিচের দেওয়া পদ্ধতিটি iphone এবং ipad দুটোতেই কাজ করবে। দেখুন কিভাবে করবেন

পদক্ষেপ ১: ফটো অ্যাপে যান।
পদক্ষেপ ২: আপনি যে ভিডিও এবং ছবি গোপন করতে চান তা নির্বাচন করুন।
পদক্ষেপ ৩: নীচের বাম কোনার কোণে শেয়ার আইকনে ক্লিক করুন এবং “Hide” টিতে ক্লিক করুন।

মনে রাখবেন লুকিয়ে রাখা গ্যালারি অ্যালবাম এ খুঁজে পাবেন না এটি পেতে গেলে প্রথমে Settings>Photos> যান তার পর “Hidden Album” টি ও করুন।

আসা করি আজকের এই লেখা টি আপনাদের পছন্দ হয়েছে। কোনো প্ৰশ্ন থাকলে অব্যশই নিচে কমেন্ট করুন।

Leave a Comment