বর্তমান সময়ে iqoo একটি জন্যপ্রিয় মোবাইল ফোন শুধু গেমিং ক্রেতা দের নয় বরং সব ক্ষেত্রেই খুব ভালো কাজ করে চলেছে iqoo গত মাসে চাইনা তে ফোনটি প্রথম লঞ্চ করে iqoo এবং চলতি বছরের শুরুতেই ভারতীয় মার্কেট এ লঞ্চ করার কথা শোনা গেল।
iQOO neo 9 Pro কিছু বিশেষ ফিচার
আইকিউ নিও ৯ প্রো তে থাকতে পারে ৬.৭৮ এমোলেড (Amoled) ডিসপ্লে যেটির রেজুলেশন ১৮০০x ১২৬০ পিক্সেল এবং সঙ্গে ১৪৪Hz রিফ্রেশ রেট এর সঙ্গে লঞ্চ হতে চলেছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ gen ২ (qualcomm snapdragon 8 gen 2) এর সঙ্গে লঞ্চ হতে চলেছে।
ক্যামেরা : ৫০ মেগাপিক্সেল এর ois যুক্ত SONY IMX 920 মেন্ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল এর একটি ultrawide সেকেন্ডারি সেন্সর হিসাবে ব্যবহার করা হয়েছে। মেন্ সেন্সর দিয়ে 8k রেকর্ডিং করা যাবে। সেলফি জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি সেন্সর।
ব্যাটারী : ইকোও নিও ৯ প্রো তে পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫১৬০ এমএইচ ব্যাটারী এবং ১২০w চার্জিং এর সাপোর্ট এর সঙ্গে থাকবে।
iQOO neo 9 Pro দাম কত থাকবে
গত মাসে চাইনা তে লঞ্চ হওয়া iqoo সিরিজ দেখলে বোঝা যাই যে ইন্ডিয়া তে ৪০০০০ এর মধ্যে থাকতে পারে।
1 thought on “iQOO neo 9 Pro: খুব শিখগ্রই লঞ্চ হতে চলেছে দেখেনিন কেমন হবে ফোন টা, দাম কত”