বাজারে এলো xiaomi নতুন ফোন Redmi Note 13 5G : জেনে নিন বিশেষ ফিচার

প্রতি বছরের মতো এই বছরও রেডমি তার ফ্যান দের নিরাশ না করেই বাজারে আনলো redmi note 13 5G ফোন টিতে রয়েছে 108 mp ক্যামেরা সহ 6.67 inch এর দুর্দান্ত amoled ডিসপ্লে 5000 mAh ব্যাটারী আরো অনেক কিছু।

Redmi Note 13 5G স্পেসিফিকেশন

রেডমি নোট 13 তে রয়েছে mediatek dimensity 6080 মতো একটি 5g প্রসেসর যেটি একটি 6nm টেকনোলজি তে তৈরী। এবং রয়েছে 33w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।

Redmi Note 13 5G ডিসপ্লে

রেডমি নোট 13 তে রয়েছে ৬.৬৭ inch (16.94 cm) এর ১০৮০ x ২৪০০ pixels (FULL HD) এমোলেড (AMOLED) প্যানেল যার সর্বোচ্ছ রিফ্রেশ রেট ৯০Hz থেকে ১২০Hz. ৩৯৫ PPI pixel density যুক্ত একটি অসাধারণ ডিসপ্লে। সুরক্ষার জন্য ফোন টিতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। সূর্যলোকে দেখার অসুবিধার জন্য ১০০০ নিটস এর সর্বোচ্ছ ব্রাইটনেস দেওয়া হয়েছে।

রেডমি নোট ১৩ 5G ব্যাটারী

পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোন টিতে রয়েছে ৫০০০ এমএএইচ একটি বড়ো ব্যাটারী। যেটি চার্জ করার জন্য থাকবে ৩৩w এর একটি ফাস্ট চার্জার। এক চার্জে ১ দিনের বেশি ব্যাটারী লাইফ পাওয়া যাবে।

রেডমি নোট ১৩ 5G ক্যামেরা

ফোনটিতে ট্রিপল সেটআপ এর ক্যামেরা দেওয়া হয়েছে ১০৮ (f ১.৭) মেগাপিক্সেল মেন্ ক্যামেরা যেটি ৩x ইন সেন্সর জুম্ করতে পারবে। ৮ (f/2.2) মেগাপিক্সেল এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ২ (f/2.4) মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো সেন্সর বেবহার করা হয়েছে । পেছনের মেন্ ক্যামেরা দিয়ে 1920×1080 @ 30 fps এবং 1280×720 @ 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি জন্য ১৬ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে 1920×1080 @ 30 fps এবং 1280×720 @ 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে।

রেডমি নোট ১৩ 5G সফটওয়্যার

রেডমি নোট ১৩ তে শাওমি কাস্টম এমইউআই ১৩ (MIUI 13) যেটা চলবে এন্ড্রোইড ১২ এর ওপর ভিত্তি করে। কোম্পানি নিশ্চিত করেছে যে খুব শীঘ্রই হাইপার ওস (HyperOs) আপডেট পাওয়া যাবে।

নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

ডুয়াল ৫g সাপোর্ট সহ ১১ টি ব্যান্ড এর সাপোর্ট পাওয়া যাবে যাতে এয়ারটেল এবং জিও দুটোই ব্যবহার করতে পারবে। ডুয়াল ব্যান্ড এর ওয়াইফাই 2.4G/5G এর সাপোর্ট রয়েছে। এবং রয়েছে ব্লুএটুথ ৫.৩ (Bluetooth 5.3)

ডিজাইন

রেডমি নোট ১৩ ৩ টি কালার অপসন এ পাওয়া যাবে ১) Stealth Black, ২) Prism Gold, ৩) Arctic White ফোনটি ৭.৬ mm পাতলা ডিজাইন এ তৈরী।

আরো পড়ুন : বন্ধ হয়ে যাবে gmail একাউন্ট, জেনে নিন কিভাবে বাঁচাবেন আপনার একাউন্ট।

স্টোরেজ

ফোনটিতে রয়েছে ৩ টি ram এর অপসন ৬gb ,৮ gb, ১২৮ gb LPDDR4X এর সঙ্গে। এবং ২৫৬ gb উফস ২.২ ইন্টারনাল স্টোরেজ। যেটি ১tb পযন্ত মাইক্রোস্ড কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

রেডমি নোট ১৩ 5G দাম

redmi note 13 5g launch date 10 jan যেটি ফ্লিপকার্ট এ পাওয়া যাবে। ফোনটির দাম শুরু হবে ১৭,৯৯৯ টাকা থেকে এবং সর্বোচ্ছ ram এবং স্টোরেজ যুক্ত ফোনটির দাম হবে ২১,৯৯৯।

সব মিলিয়ে রেডমি নোট ১৩ একটি মধ্যো রেঞ্জ এর মধ্যে ভালো ফোন হতে চলেছে।

1 thought on “বাজারে এলো xiaomi নতুন ফোন Redmi Note 13 5G : জেনে নিন বিশেষ ফিচার”

Leave a Comment