Image Stabilization কি কিভাবে কাজ করে ? EIS, OIS , SSS এর মধ্যে পার্থক্য কি

ফটো তুলতে কার না ভালো লাগে। সেটা ৮ থেকে ৮০ কার না পছন্দের।

আজকের দিনে যদি camera technology নিয়ে কথা বললে অনেক কিছু technical জিনিস আমাদের সামনে চলে আসে। সেটা camera aperture থেকে শুরু করে shutter speed , telephoto lens , micro lens এবং আরো কতকিছু

কিন্তু এসব জিনিস ছাড়াও আমরা ক্যামেরা image stabilization যেমন OIS , EIS এর কথাটা  বরাবরই শুনে থাকি।

কিন্তু এই Image stabilization কি কিভাবে কাজ করে জানবো আজকে,

image stabilization বা ফটো কে স্থির রাখা।

আমরা যখনই মোবাইল কিংবা ক্যামেরা ব্যবহার কি তখন স্থির ভাবে  ছবি তুলতে আমাদের সমস্যা হয়। যদি সেই জায়গায় কোনো tripod না থাকে।

কিন্তু এই tripod নিয়ে ঘোরা টাও খুবই বিরক্তি কর।

তাই স্থির ভাবে ফটো বা ভিডিও তোলার জন্য যেকোন ক্যামেরা তে Image stabilization এর প্রচলন টা বেশ বেড়েছে।

প্রযুক্তি গত দিক থেকে image stabilization এ তিনটি বিশেষ technology ব্যবহার করা হয়।

  1. EIS Technology
  2. OIS Technology
  3. SSS Technology

 

EIS কি ? কিভাবে কাজ করে

EIS এর পুরো অর্থ (Electronic Image Stabilization) এটি সফটওয়্যার এর উপর ভিত্তি করে কাজ করে।

মোবাইল ফোন নির্মাতারা বিশেষ এক ধরণের সফটওয়্যার ব্যবহার করে যার মাধ্যমে ফোনটা হাতে কতটা নড়ছে সেটা AI এর মাধ্যমে বুঝে ছবিকে আমাদের সামনে স্থিশীল দেখায়।

Entry level এর ফোন গুলোতে এই প্রযুক্তি ব্যবহার দেখা এই বেশি। কারণ এটা সফটওয়্যার ভিত্তিক হওয়ার কারণে এটার দাম অনেকটা কম হয়।

OIS কি? কিভাবে কাজ করে

OIS বা (Optical Image Stabilizaion) যা EIS এর তুলনায় অনেক উন্নত প্রযুক্তি।

এটি কোনো সফটওয়্যার এর দ্বারা ব্যবহার হয়না।  এটি একটি hardware based প্রযুক্তি।

হার্ডওয়্যার বেসড হওয়ার কারণে OIS অনেক batter এবং accurate রেজাল্ট দেয়।

যার ফলে low light ফোটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অনেক টা পরিষ্কার হয়।

আরও পড়ুন: ক্রেডিট কার্ড কি? ক্রেডিট এবং ডেবিট কার্ড এর পার্থক্য কি 

OIS কিভাবে কাজ করে? জানতে হলে আমি একটি ছোট উদাহরণ এখানে উল্লেখ করছি।

ধরুন আপনার কাছে একটি স্প্রিং রয়েছে।  এবার আপনি যদি স্প্রিং এর মাথায় অল্প ভারী কিছু বস্তু চাপিয়ে দিয়ে ওটাকে move করান।

দেখবেন আপনার হাতের movement অনুযায়ী স্প্রিং টি উল্টো দিকে মুভমেন্ট হচ্ছে।

যদি স্প্রিং টি আপনি উপর থেকে জোরে নিচের দিকে নামান তাহলে স্প্রিং টি একবারে নিচের দিকে না নেমে আগে উপর দিকে কিছুটা উঠে গিয়ে তার পর নাচের দিকে নামছে।

ঠিক একই পদ্ধতি OIS ও ব্যবহৃত হয়। ক্যামেরা লেন্স বা module একটি স্প্রিং মতো মেকানিসম এ বসানো থাকে। যাতে হাতের মুভমেন্ট অনুযায়ী ক্যামেরা টি উপর নিচে ডান এবং বাম দিকে মুভমেন্ট করতে পারে।

এই মুভমেন্ট কে আরো আরো accurate ভাবে ব্যবহার এর জন্য gyroscope সেন্সর এর ব্যবহার করা হয়। যার ফলে ফলে হাত কখন উপরে যাচ্ছে কখন নিচে যাচ্ছে সেটিকে ভালো করে ট্র্যাক করতে পারে।

এই প্রযুক্তি টি হার্ডওয়্যার বেসড হোয়াই EIS এর তুলনায় এই দাম অনেক বেশি। তাই এই টেকনোলজি টি বিশেষ করে ফ্ল্যাগশিপ ডিভাইস গুলোতে দেখা যাই।

ওকে EIS এবং OIS কিভাবে কাজ করে কি কি বিশেষ ফিচার সেটা তো জানলাম এবং এই দুটি টেকনোলজি কিন্তু আমরা বেশির ভাগ সময় শুনে আসছি।

এবার আমরা একটা নতুন ক্যামেরা টেকনোলজি বিষয়ে জানবো। বিশেষজ্ঞ দের মতে এটি OIS এর মতো টেকনোলজি থেকেও অনেক গুলি অ্যাডভান্স।

আরও পড়ুন: ডার্ক ওয়েব কিভাবে কাজ করে 

SSS কি ? কিভাবে কাজ করে

SSS বা (Sensor Shift Stabilizaion) শব্দটি আমাদের কাছে খুবই নতুন।

sss ও একটি হার্ডওয়্যার বেসড টেকনোলজি যেটি প্রায় OIS এর মতোই কাজ করে কিন্তু OIS যেমন লেন্স বা ক্যামেরা মডেল কে মুভ করতো।

SSS এ ম্যাগনেট কে ব্যবহার কে ক্যামেরার সেন্সর কে মুভ করানো হয় যার ফলে আরো ভালো স্ট্যাবল ফটো বা ভিডিওতে তুলতে সক্ষম হয়।

এই টেকনোলজি প্রথম i phone 12 pro তে প্রকাশিত করেছিল বৈজ্ঞানিক রা। এবং i Phone 13 সিরিজ এর সমস্ত ফোনে এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

আসা করা যাচ্ছে ভবিষতে আরো অনেক মোবাইল নির্মাতা তাদের ফোন এ এই প্রযুক্তির ব্যাবহার শুরু করবে।

আরও পড়ুন: জানুন এন্ড্রোইড ১৩ এর কিছু অনবদ্য ফিচার 

আমাদের শেষ করা : 

তাহলে আপনার কোন ফোন টা কেনা উচিত ? EIS , OIS , SSS

সেটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যবহার এর ওপর। যদি আপনার বাজেট কম থাকে এবং ফটো খুব একটা তোলেন না তাহলে আপনি EIS এর দিকে যান কারণ এই ফোন গুলো কম দামের হয়।

আর যদি ফোটোগ্রাফি করতে চান তাহলে অব্যশই OIS বা SSS এর দিকে যান।

কেমন লাগলো আর্টিকেল টি জানান আমাদের কমেন্ট করে। আর যদি কোনো উপদেশ থাকে তাহলে জানান কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুপ্ত পূর্ণ।

 

 

 

3 thoughts on “Image Stabilization কি কিভাবে কাজ করে ? EIS, OIS , SSS এর মধ্যে পার্থক্য কি”

Leave a Comment