কোন মোবাইল এর ক্যামেরা ভালো

মোবাইল ফোন কিনতে গেলেই সবাই এখন ফোন টা কেমন তা না দেখে মোবাইলের ক্যামেরার দিকে প্রথম লক্ষ করে।

আর তা করবেই না কোনো এখন ভালো ক্যামেরা ছাড়া মোবাইল ফোন অসম্পূর্ণ।

তাই আমি আজকে আপনাদের কিছু টপ কিছু ফোনের কথা বলবো যার কাছে dslr ও হার মানতে বাধ্য হবে।

চলো দেখে নেওয়া যাক একে একে।

১) I Phone 13 pro max 

হা Apple তাদের ফোন গুলো খুবই দামে বিক্রি করে। কিন্তু আসলেই কি খালি দাম নেই Apple নাকি অন্য কিছু বৈশিষ্ট কিছু আছে।

apple এর ফোন যেমন সিকিউরিটি প্রদান করে যেমন উন্নত মানের প্রসেসর প্রদান করে তার সঙ্গে I Phone এর ক্যামেরা ও ব্যাবহার কারি দেড় বেশি আকর্ষণ করে।

Iphone 13 pro max এ রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তিনটি ক্যামেরা যথাক্রমে ১২+১২+১২ মেগাপিক্সেল এর।

২) Samsung Galaxy S22 Ultra

ক্যামেরার কথা হচ্ছে আর সেই লিস্ট এ samsung থাকবে না সেটা হতেই পারে না।

Samsung S22 Ultra তে রয়েছে (quard camera) বা চারটি ক্যামেরা সেটআপ। মেন্ সেন্সর ১০৮ মেগাপিক্সেল এর এবং এতে Lazer auto focus ও OIS আছে।

আর আছে ১০ মেগাপিক্সেল এর periscope লেন্স যেটি ১০X অপটিক্যাল জুম করতে সক্ষম।

১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স জেটিতে OIS এবং ৩X অপটিক্যাল জুম পাবেন।

আর আছে একটি ১২ মেগাপিক্সেল এর ultrawide লেন্স যা ১২০ ডিগ্রি ফটো তোলার সঙ্গে সঙ্গে super stedy ভিডিও ক্যাপচার করতেও সাহায্য করে।

৩) VIVO X80 Pro 5G

মোবাইল ক্যামেরার মার্কেট এও ভিভো কিছু কম অবদান রাখছে না।  vivo x80 বড়ো বড়ো কোম্পানি কেও টক্কর দিচ্ছে। vivo x80 pro তে আছে ৫০ মেগাপিক্সেল এর lazer auto focus ও OIS এর সেন্সর। ৮ মেগাপিক্সেল এর পেরিস্কোপ  টেলিফোটো লেন্স ৫X অপটিক্যাল জুম ,  ১২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ২X অপটিক্যাল জুম্ এবং gimbal OIS এর সঙ্গে।

৪) Xiaomi 12 Pro 5G

Xiaomi সম্প্রতি তাদের ১২ pro লঞ্চ করেছে অনেক ব্যাবহার করি ক্যামেরার দিক থেকে এই ফোনটি পছন্দ করছে।

৫) ONE PLUS 10 PRO 

অনেকেই oneplus ফোন টিকে তাদের ক্যামেরার জন্য পছন্দ করে।

এই ফোন টিতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা হিসাবে SONY IMX789 সেন্সর কে ব্যাবহার করেছে। এছাড়াও ৫০ MP ultra wide angle লেন্স।

এই ফোন টিতে সাধারণ detailing এর সঙ্গে ভালো dynamic range পাওয়া যাই।

৬) Google Pixel 6A

আমরা অনেকেই আমাদের ফোনে G-Cam ইনস্টল করে ফোটোগ্রাফি করে থাকি। কারণ g-cam এ খুব ভালো ফটো ওঠে নরমাল মোবাইলের ক্যামেরার এপপ্স থেকে।

তাই অনেকের গুগল এর ফোন ফটোগ্রাফির জন্য পছন্দ করে।

৭) REDMI NOTE 11 PRO PLUS 

Xiaomi এর redmi note ১১ pro plus একটি মিডরেঞ্জ সেগমেন্ট এর ফোন ভালো প্রসেসর এর ভালো ডিসপ্লে সঙ্গে ভালো ক্যামেরাও।  এই ফোন টির মাইন্ ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল।

যাদের বাজেট নিয়ে সমস্যা তারা এই ফোন তার দিকে যেতে পারেন।

Leave a Comment