ASUS ROG Phone 8 : খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে জানুন ফিচার , ডিজাইন

asus ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের নতুন ফোন asus rog phone 8 জানুয়ারি ৮ তারিখ এ লঞ্চ করতে চলেছে। মূলত তিনটি ফোন লঞ্চ করবে বলে জানা গিয়েছে ROG Phone 8, ROG Phone 8 Pro এবং ROG Phone 8 Ultimate

ASUS ROG Phone 8 ডিজাইন

  • তিন ক্যামেরা সেটআপ এর সঙ্গে আসছে asus rog phone ৮
  • আমরা একটি led লোগো দেখতে পারি যেটা হয়তো ফটো (image) দ্বারা সজ্জিত করা (configure) যাবে
  • ফ্লাট ডিসপ্লে সঙ্গে সামনে একটি punch hole ক্যামেরা থাকছে

ASUS ROG Phone 8 ফিচার

ডিসপ্লে: ASUS ROG Phone 8 দেখা যেতে পারে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি এমোলেড ডিসপ্লে সঙ্গে যার রিফ্রেশ রেট ১৬৫ Hz এবং HDR ১০ এর সাপোর্ট।

মেমরি: ফোনটিতে ২৪ জিবি পর্যন্ত LPDDR5X ram এর সাপোর্ট থাকতে পারে সঙ্গে ১TB UFS ৪.০ স্টোরেজ এর সুবিধা।

ব্যাটারী: ৫৫০০ এমএইচ ব্যাটারী ৬৫W চার্জিং সাপোর্ট এর সঙ্গে।

ক্যামেরা: ফোনটি তিনটি ক্যামেরা সেটআপ এর সঙ্গে লঞ্চ হতে চলেছে মেন্ ক্যামেরা তে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর , ১৩ মেগাপিক্সেল ultrawide সেন্সর, ৩২ মেগাপিক্সেল এর একটি ৩x জুম্ সেন্সর। সেলফি জন্য থাকতে পারে ৩২ মেগাপিক্সেল এর একটি সেন্সর।

প্রসেসর: asus rog মূলত গেমিং ক্রেতাদের কথা মাথায় রেখে ফোন বাজারে আনে asus rog 8 এ তে তাই কোয়ালকম এর শক্তিশালী চিপসেট  Qualcomm Snapdragon 8 Gen 3 SoC ব্যবহার করা হয়েছে।

সফটওয়্যার: ফোনটিতে থাকতে পারে লেটেস্ট এন্ড্রোইড ১৪ ROG UI এর সঙ্গে।

অন্যান্য: থাকতে পারে IP68 এর সুবিধা এবং 5G, Wi-Fi 6/6E, Bluetooth 5.3, NFC, and a USB-C চার্জিং পোর্ট .

FeatureSpecification
Display6.78-inch LTPO AMOLED, FHD+ resolution
165Hz refresh rate, HDR10 support
ProcessorQualcomm Snapdragon 8 Gen 3 SoC
MemoryUp to 24GB LPDDR5X RAM, 1TB UFS 4.0 storage
Battery5,500mAh battery, 65W fast charging support
SoftwareAndroid 14-based ROG UI
CamerasMain: 50MP Sony IMX890
Ultrawide: 13MP
3x Optical Zoom: 32MP
Front: 32MP Selfie Camera
MiscellaneousIP68 rating, 5G, Wi-Fi 6/6E, Bluetooth 5.3, NFC
USB-C socket
ASUS ROG Phone 8 Feature & Specification

আরো পড়ুন : iQOO neo 9 Pro: খুব শিখগ্রই লঞ্চ হতে চলেছে দেখেনিন কেমন হবে ফোন টা, দাম কত

Leave a Comment