Motorola ইতিমধ্যেই নিশ্চিত করেছে তাদের পরবর্তী প্রজন্মের G সিরিজ Moto G34 5G খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে। ৯ জানুয়ারি ইভেন্ট এর মাধ্যমে লঞ্চ হবে এই ফোনটি
Moto G34 5G ফিচার
ডিজাইন : মোবাইলের পেছনে ভেগান লেদার (Vegan leather) ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮mm পাতলা এবং ১৮০ গ্রাম ওজন। থাকছে IP52 Water-repellent design যেটি অল্পসল্প ঘাম বা জলেও ফোনের কোনো ক্ষতি হবে না। সামনে থাকছে একটি পাঁচ হল ডিসপ্লে।
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি এর একটি আইপিএস এলসিডি (LCD)প্যানেল থাকছে যার রেজুলেশন ৭২০x ১৬০০ পিক্সেল একটি HD+ ডিসপ্লে। থাকছে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৫০০ নিটস এর ব্রাইটনেস।
ব্যাটারী: পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারী এবং ২০W চার্জিং এর সাপোর্ট।
ক্যামেরা: Moto G34 5G দুটি ক্যামেরা সেটআপ ডিজাইন এর মধ্যে আস্তে চলেছে পেছনের মেন্ ক্যামেরা তে রয়েছে ৫০ মেগাপিক্সেল (f/1.8,Quad Pixel technology 1.28µm) কুয়ার্ড পিক্সেল টেকনোলজির এর একটি ক্যামেরা এবং ওপর টি ২ মেগাপিক্সেলের (f/2.4) একটি ম্যাক্রো ক্যামেরা। পেছনের মেন্ ক্যামেরা দিয়ে সর্বোচ্ছ FULL HD (30fps) এ ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল (f/2.4, Ultra Pixel) এর একটি সেন্সর এবং সামনের ক্যামেরা দিয়েও সর্বোচ্ছ FULL HD (30fps) এ ভিডিও রেকর্ডিং করা যাবে।
প্রসেসর: কোয়ালকম এর Snapdragon 695 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে যেটি একটি octa-core 2.2GHz এর চিপসেট গ্রাফিক্স এর জন্য Adreno 619 GPU সাপোর্ট আছে এই প্রসেসরটিতে।
স্টোরেজ: Moto G34 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গিয়েছে ৪ জিবি এবং ৮ জিবি ram এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।
সফটওয়্যার: এন্ড্রোইড ১৩ অপারেটিং সিস্টেম থাকছে কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে যে এই ফোনটিতে ১ বছর অপারেটিং বা এন্ড্রোইড আপডেট পাওয়া যাবে এবং ৩ বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
অন্যান্য: ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সঙ্গে ব্লুএটুথ ৫.১ এর সুবিধা ৩.৫ mm হেডফোন জ্যাক এবং USB C (২.০) পোর্ট।
Category | Specification |
---|---|
Internal Storage | 128GB |
Sensors | Fingerprint reader, Proximity, Accelerometer, Ambient light, Gyroscope, SAR sensor, Sensor hub, E-compass |
Processor | Snapdragon® 695 5G Mobile Platform, 2.2GHz octa-core Kryo™ 660 CPU, 950MHz Adreno™ 619 GPU |
Memory (RAM) | 4GB and 8GB |
Security | Fingerprint reader, Face unlock |
OS Upgrade + Security Patches | 1 YearsOS Upgrade, 3 Years SMRs |
Battery | 5000mAh |
Charging | 20W charger, 18W device charging capable |
Display | 6.5″ IPS LCD HD+ HiD 120Hz display, 500 nits HBM |
Resolution | HD+ (1600 x 720) |
Design | Dimensions: 162.7 x 74.6 x 8.0mm, Vegan leather / 3D PMMA |
Ports | Type-C port (USB 2.0) |
Weight | 180g |
Water Protection | IP52 Water-repellent design |
Rear Camera Hardware | 50 MP sensor (f/1.8, Quad Pixel technology for 1.28µm), PDAF |
Rear Camera Video Software | Dual Capture, Spot Color, Timelapse, Macro, Slow Motion, Video Stabilization, Video Snapshot, Audio Zoom, Efficient Videos |
Front Camera Hardware | 16MP sensor (f/2.4, 1.0µm/2.0µm Ultra Pixel) |
Front Camera Video Software | Dual Capture, Spot Color, Timelapse, Face Retouch, Video Stabilization, Video Snapshot, Efficient Videos |
Flash | Single LED flash |
Audio | Stereo speakers, 3.5mm headset jack & Type-C port (USB 2.0), 2 Microphones, FM Radio |
Connectivity | 5G, 4G, 3G, 2G bands, Bluetooth® 5.1, No NFC, Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4GHz & 5GHz), Location Services: GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, Beidou |
SIM Card | Hybrid Dual SIM (2 Nano SIMs / 1 Nano SIM + 1 microSD) |