Realme C63: কম দামের দুর্দান্ত এই ফোনটি খুব শীঘ্রই বাজারে আসছে। দেখুন ফিচার

Realme তাদের নতুন ফোন Realme C63 ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি Bureau of Indian Standards (BIS) লিস্ট হয় থেকে জানা যাচ্ছে এই খবরটি। realme একটি বাজেট ফোন হতে চলেছে এটি।

ফোনটিতে থাকতে পারে ৪৫ওয়াট এর চার্জিং এর সাপোর্ট এবং ৫,০০০ এমএইচ ব্যাটারী। ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। এন্ড্রোইড ১৪ অপারেটিং সিস্টেম এর ওপর চলবে ফোনটি এবং realme UI ৫.০ সাপোর্ট।

আরো পড়ুন: Lloyd Stellar AC : মুড লাইটিং AC সঙ্গে দীপিকা পাডুকোন , এবং রণভীর সিং আসুন জানা যাক কি কি ফীচার থাকছে !

ফোনটিতে দুই ধরণের ডিসাইন থাকতে পারে প্লাস্টিক ব্যাক এবং অপরটি ফেক লেদার ফিনিশ। যদিও কোম্পানির তরফ থেকে এখনো পরিষ্কার করে কোনো তথ্যই প্রকাশ হয়নি BIS এর লিস্টিং অনুযায়ী এই ফিচার গুলি সামনে এসেছে।

1 thought on “Realme C63: কম দামের দুর্দান্ত এই ফোনটি খুব শীঘ্রই বাজারে আসছে। দেখুন ফিচার”

Leave a Comment