মোবাইলের মার্কেটে জমিয়ে বাজার রাখলেও ল্যাপটপ এর দিক থেকে infinix বেশ কিছুটা উন্নতি করেছে বিগগত কয়েক বছরে। ব্রান্ডটি গত মাসেই তাদের নতুন ল্যাপটপ INBook Y2 Plus প্রকাশ করেছিল। এবং সূত্র থেকে পাওয়া খবর এ জানা যাচ্ছে যে Infinix INBOOK Y4 Max খুব শীঘ্রই বাজারে তাদের নতুন ১৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ লঞ্চ করতে যাচ্ছে। যদিও কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে
Infinix INBOOK Y4 Max দেখা যাবে ১৬ ইঞ্চি বড়ো FHD রেজুলেশন এর সঙ্গে যার বেজেলস থাকবে পাতলা। ল্যাপটপ টি থাকতে পারে ৬০ পার্সেন্ট NTSC কালার এবং একটি এলুমিনিয়াম এর বডি। থাকবে ব্যাকলিট কিবোর্ড এবং ৭.০৬ ইঞ্চির AG গ্লাস টাচ প্যানেল। সিলভার এবং ব্লু দুই কালার মিশ্রণ এর ডিজাইন থাকবে ল্যাপটপ এর ওপর দিকে।
এছাড়া আর কিছুই প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে যদিও কোম্পানির অনুমান এটি একটি বড়ো গেম চেঞ্জার হতে পারে ১৬ ইঞ্চির ল্যাপটপ বিভাগে ।