WhatsApp এখন প্রতিটি ব্যক্তি ব্যবহার করে অনেক সময় আমরা অনেক সময় নানান ধরণের প্রতারণার শিকার হতে দেখেছি। তবে হোয়াটস্যাপ তাদের সার্ভিস উন্নত করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসছে।সম্প্রতি হোয়াটস্যাপ এর তরফ থেকে নতুন একটি আপডেট এর খবর জানা যাচ্ছে। যেখানে ব্যবহারকারিরা চ্যাট এ আসা কোনো এক্সটার্নাল লিংক এর প্রাইভেসী লেভেল নিজে থেকে ঠিক করা যাবে। যদিও এই ফিচারটি এখনো জনসাধারণের জন্য উপলব্ধ হয়নি তবে বেশ কিছু বিটা টেস্টিং একাউন্ট এ দেখা গিয়েছে। সম্প্রতি সূত্র থেকে জানা গিয়েছে কোম্পানি চ্যাট লক ফিচার এবং লিংক ডিভাইস ফিচার এর ওপর ও কাজ করছে এবং আসা করা যাচ্ছে যে এটি পরবর্তী আপডেট এ দেখা যাবে।
এবং মনে করা যাচ্ছে যে এই ফিচারটি অপ্রয়োজনী জিনিস কে সরিয়ে ব্যব্হারকারীদের সহজ ন্যাভিগেশন করতে সুবিধা হবে। আসা করা যাচ্ছে যে এর মাধ্যমে ডাটা লিক কে আটকানো সম্ভম হবে। হোয়াটস্যাপ বিটা টেস্টার এই ফিচারটি ব্যবহার করতে পারবেন Disable link previews অপসন এ Privacy > Advanced হোয়াটস্যাপ সেটিংস মেনু থেকে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন: নিজের ফোনকে সুরক্ষিত করতে চান জেনে নিন এই পাঁচটি উপায়
wabetainfo তরফ থেকে জানা যাচ্ছে হোয়াটস্যাপ নতুন ভিডিও ভিউ ফিচার ডেভেলপ করছে। যেখানে ইউসার picture in picture মুডে ভিডিও দেখতে পারবেন।
2 thoughts on “WhatsApp হাজির হলো তাদের নতুন লিংক প্রাইভেসি ফিচার নিয়ে জানুন বিস্তারিত”