IPL ২০২৪ SRH vs csk ম্যাচে দ্বিতীয়বার নিজের মাঠে জয় লাভ করলেন।
IPL 2024 SRH vs CSK Highlights: ২০২৪ ৫ই এপ্রিল SRH চেন্নাই এর বিপক্ষে ৬ উইকেট এর বিজয় লাভ। অভিষেক শর্মা ১২ বলে মাত্র ৩৭ রান করেন এবং এইডেন মার্করাম ৩৬ বলে ৫০ রান এর এ এক দুর্ধর্ষ ইনিংস খেললেন। এর সাথে সাথে ট্রাভিস হেড ও ২৪ বলে ৩১ রান এর একটি দুদার্ন্ত ইনিংস খেলে নিজের টীম কে জয় এর মুখে পৌঁছে দেন.
আরও পড়ুন : WhatsApp হাজির হলো তাদের নতুন লিংক প্রাইভেসি ফিচার নিয়ে জানুন বিস্তারিত
IPL Live Score 2024 SRH vs CSK, Sunrisers HYderabad vs Chennai Super Kings (PTI)
IPL 2024 SRH vs CSK Highlights: আজকের ম্যাচ এ হায়দ্রাবাদ চেন্নাই কে প্রথম ৮ ওভার নিয়ন্ত্রনে রেখেছিলো, ক্যাপ্টেন PAT কামিন্স টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভুবনেশ্বর কুমার ম্যাচের শুরুতেই রাচীন রাভিন্দ্রাকে ফেরত পাঠিয়ে ছিলেন তারপর রিতুরাজ গাইকবার্ড ৮ ওভার এ শাহবাজ আহমেদ হাতে আউট হন তবে তিনি ২১ বলে ২৬ রান করেছিলেন , এরপর সিবাম ডুবে ২৪ বল এ ৪৫ রান করেন, তবে SRH ১৫ ওভার এর পর থেকে মাত্র ৩৮ রান দিয়ে CSK কে ১৬৫/৫ রান এ সীমাবদ্ধ রাখে।
IPL 2024 SRH vs CSK Highlights: চেন্নাই তাদের টীম-এফোর্ট দিয়ে এই স্কোর টিকে ডিফেন্ড করার চেষ্টা করলেও SRH কে নিয়ন্তনে রাখতে পারেনি।
1 thought on “IPL 2024 SRH vs CSK Highlights: চেন্নাই- কে ৬ উইকেটস পরাজয় করে এক ধাপ এগিয়ে SRH”