vivo ইতিমধ্যে Vivo G2 চায়নার মার্কেট এ লঞ্চ করে দিয়েছে। এবং চায়নার ওয়েবসাইট এ স্পেসিফিকেশন, ফিচার সোহো বিস্তারিত বিষয়ে খোলাসা করেছে।
Vivo G2 স্পেসিফিকেশন
vivo তে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল ওয়াটার ড্রপ নচ এর সঙ্গে HD + ডিসপ্লে (১৬১২X ৭২০) ৯০Hz রিফ্রেশ রেট। পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
vivo তে রয়েছে Dimensity 6020 প্রসেসর ৮ জিবি LPDDR4x র্যাম ২৫৬ জিবি UFS ২.২ স্টোরেজ এবং সাথে মাইক্রো এসডি কার্ড এর জন্য আলাদা স্লট ও রয়েছে।
পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারী ১৫ ওয়াট USB-C চার্জিং এর সাপোর্ট। অন্যান্য ফিচার হিসাবে রয়েছে ডুয়াল সিম ৫ জি সাপোর্ট ,ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ,ব্লুএটুথ ৫.১ ,জিপিএস , ৩.৫ mm অডিও জ্যাক এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
আরো পড়ুন: Realme Note Series নতুন ফোন আসতে চলেছে Realme Note 50 জানুন স্পেসিফিকেশন
Vivo G2 price
vivo g2 চারটি ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে চায়নার মার্টকেট এ 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, এবং 8GB + 256GB.চায়নার দাম 1,199 Yuan (~$167), 1,499 Yuan (~$210), 1,599 Yuan (~$225), and 1,899 Yuan (~$265) আপাতত একটি কালার এই পাওয়া যাচ্ছে ডিপ সি ব্ল্যাক।