সম্প্রতি একটি খবর এ জানা গেছে মোবাইল ফোন এবং ট্যাবলেট ব্যবহার করি রা এবার থেকে লাইভ টিভি (live tv)দেখার সুযোগ পাবেন ইন্টারনেট ছাড়াই (Direct- to-mobile) টেকনোলজি উপলব্ধ হচ্ছে পরের বছর থেকেই।
(Secretary of the Department of Science and Technology) অভয় কারান্ডিকার এর অনুযায়ী এই প্রযুক্তিটি পরিপূরক পর্যায়ে আছে এবং খুব শীঘ্রই citywise পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে সাধারণ জনগণের জন এই সুবিধা উপলব্ধ করে দেওয়া হবে।
আরো পড়ুন: ভিভো নতুন G-series ফোন আনছে Vivo G2 থাকছে Dimensity 6020, 5,000mAh battery জেনেনিন ফিচার
ইতিমধ্যেই কয়েকটি ল্যাব টেস্ট সম্পূর্ণ হয়েছে। এবং citywise ল্যাব টেস্ট শুরু হবে। গভর্মেন্ট মনে করে এই টেকনোলজি কারণে ডাটা ট্রাফিক কিছুটা কম হবে টেলিকম অপারেটর গুলোর ওপর থেকে যেখানে ব্যবহার কারিরা বেশির ভাগ ক্ষেত্রেই ডাটা ব্যবহার করে ভিডিও দেখার জন্য।
আরো পড়ুন: Realme Note Series নতুন ফোন আসতে চলেছে Realme Note 50 জানুন স্পেসিফিকেশন
যদিওবা টেলিকম অপারেটর এবং মোবাইল ফোন নির্মাতা এই টেকনোলজির ওপর উদ্বেগ উত্থাপন করেছে। Cellular Operator Association of India (COAI) যার মেম্বার ভারতীয় এয়ারটেল , ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও এই প্রযুক্তির বিপক্ষে রয়েছে বলে জানা যাচ্ছে।