গতবছর অক্টোবর মাসে গুগল তাদের Pixel 8 সিরিজ এ ৭ বছর সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি করেছিল। মোবাইল ফোনের জগতে তাক লাগিয়ে দিয়েছিলো গুগল কারণ এর আগে apple একটি কোম্পানি যে তাদের আইফোনে ৫ বছর সফটওয়্যার আপডেট দেয়।
সম্প্রতি এন্ড্রোইড এর হেডলাইনে সাজেস্ট করা হয়েছে যে আগত Samsung Galaxy S24 series পাওয়া যাবে ৭ বছর এর সফটওয়্যার আপডেট। এই পদক্ষেপটি সত্য হলে, এই ডিভাইসগুলির আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে। যেটি এন্ড্রোইড ১৪ (আসন্ন) থেকে এন্ড্রোইড ২১ পর্যন্ত আপডেট পাওয়া যাবে।
যদিও বা সিকিউরিটি আপডেট এর ওপর কোনো রকম পর্দা সরায়নি স্যামসুং কর্তৃপক্ষ। কিন্তু আশা করা যাচ্ছে তা খুব শীঘ্রই জানা যাবে।
আগামী ১৭ জানুয়ারি লঞ্চ করছে Galaxy S24 series
আরো পড়ুন: আঁধার কার্ড প্রতারণা থেকে বাঁচতে এই কাজটি এখুনি করে ফেলুন
আরো পড়ুন: ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে Honor 90 5G: সেল শুরু হলো আমাজন এ
1 thought on “Samsung Galaxy S24 series: পাওয়া যাবে ৭ বছরের সফটওয়্যার আপডেট ”