gmail আমরা সকলেই ব্যবহার করে থাকি নানা কাজে সেটা প্রোফেসনাল হোক বা নরমাল কোনো কাজে। সাম্প্রতিক গুগল দ্বারা প্রকাশিত একটি খবররে তারা জানিয়েছে, যে সকল জিমেইল একাউন্ট গত ২ বছর ধরে inactive আছে অর্থাৎ কোনো রকম কোনো ব্যবহার করা হয়নি এমন account google পার্মানেন্টলি ডিলিট করে দেবে।
যদি আপনার কোনো জিমেইল একাউন্ট এমন থেকে থাকে তাহলে অব্যশই একবার ব্যবহার করুন এবং মেইল দেখা গুগল ড্রাইভ ব্যবহার করা। এতে করে আপনার একাউন্ট টি বন্ধ হয় থেকে বেঁচে যাবে।
কোনো google gmail একাউন্ট বন্ধ করছে
মূলত যেই বিষয় টা জানা যাচ্ছে যে যেই সকল একাউন্ট inactive আছে তার মধ্যে বেশির ভাগ তাই ভুয়ো বা fake মেইল , এবং অনেকের একাউন্ট টি কোনো রকম ভাবে পাসওয়ার্ড ভুলে যাওয়াতে compromised হয়েছে।
গুগল ব্যবহার কারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
1 thought on “বন্ধ হয়ে যাবে gmail একাউন্ট, জেনে নিন কিভাবে বাঁচাবেন আপনার একাউন্ট।”