4G সিমে চলবে 5G জেনেনিন কিভাবে

দীর্ঘ অপেক্ষার অবসানের পরে অবশেষে 5G পরিষেবা লঞ্চ করলো jio , airtel এর মতো সংস্থা।

প্রাথমিক পর্যবেক্ষণ এ 1Gbps এর স্পিড পাওয়া যাচ্ছে। jio , airtel সংস্থার দাবি আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে সমস্ত সিটি তে 5G পরিষেবা শুরু করে দেবে।

এন্ড্রোইড এবং আইফোন ইতিমধ্যেই তাদের ডিভাইস গুলিতে 5G এক্সেস এর জন্য আপডেট দেওয়া শুরু করে দিয়েছে।

2022 এ টোটাল জিও ব্যবহারকারীর সংখ্যা প্রায় 807 মিলিয়ন। এবং অপর দিকে এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা প্রায় 491 মিলিয়ন

তবে এখন কথা হচ্ছে এই সমস্ত সিম 4G এত সংখক ব্যাবহারকারী কিভাবে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন 4G সিমে চলবে 5G জেনেনিন কিভাবে

এর সমাধান সংস্থা গুলি ইতিমধ্যেই বেরকরে ফেলেছে এবং জিও ঘোষণা করেছে যে তাদের বর্তমান 4G সিমেই চলবে 5G

তার জন্য আপনার একটি 5G enable স্মার্ট ফোন থাকবে হবে। এবং মোবাইলের সেটিং এ গিয়ে preferred network 5G বেছে নিতে হবে।

Leave a Comment