500 million হোয়াটস্যাপ ব্যবহার কারির data লিক হলো ইন্টারনেট এ। থাকতে পারেন আপনিও জানুন বিস্তারিত

সম্প্রতি একটি হ্যাকিং ফোরাম থেকে জানা গিয়েছে সেখানে প্রায় ৫০ কোটি হোয়াটস্যাপ ব্যবহার কারির data লিক হয়েছে রয়েছে ভারতীয় হোয়াটস্যাপ ব্যবহার কারীর তথ্য।

আমরা সকলেই জানি যে হোয়াটস্যাপ একটি end-to -end এনক্রিপ্ট সফটওয়্যার। গোটা বিশ্বে প্রায় ২বিলিয়ন হোয়াটস্যাপ ব্যাবহার কারী আছে।

কিন্তু সম্প্রতি হোয়াটস্যাপ এর ডেটা লিক কথাতে সকলেরই চিন্তা বেড়েছে।

কিভাবে হলো হোয়াটস্যাপ এর ডেটা লিক

সূত্র থেকে জানা গিয়েছে যে এটা কোনো বড়ো হ্যাকিং নোই বরং এটাকে ডেটা স্ক্র্যাপিং বলা হয়। যার মাধ্যমে হ্যাকাররা ওয়েবসাইটের ডেটাবেস থেকে কিছু ডেটা বা তথ্য কে এক্সট্র্যাক্ট করে নেই।

এই ডেটা স্ক্র্যাপিং এর মধ্যেই হ্যাকার রা তথ্য গুলি চুরি করেছে বলে জানা যাচ্ছে।

কোন কোন দেশের ডেটা বেশি লিক হয়েছে

ফোরাম থেকে পাওয়া তথ্যের ভিত্তে জানা যাচ্ছে যে মোট ৮৪ টি দেশের ডেটা এখনো পর্যন্ত বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে Egypt (45 million), Italy (35 million), Soudi Arabia (29 million), France (20 million) , Turkey (20 million)

হ্যাকাররা কি করতে চায় এই ডেটা দিয়ে

বিশেষজ্ঞ দের বলছেন এই ডেটা দিয়ে ফিশিং এটাক হতে পারে। এবং সুরক্ষার জন্য তারা বলছেন অচেনা কোনো নম্বর থেকে কল বা হোয়াটস্যাপ ম্যাসেজএ কোনো লিংক আসলে সেটাতে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন।

Leave a Comment