হ্যালো বন্ধুরা প্রতিবছরের মতো এই বছর Flipkart big billion day sale এর date ঘোষণা করে দিয়েছে । 23- September theke 30 এ September পর্যন্ত চলবে এই sale যদিও Flipkart plus membership রা একদিন আগে অর্থাৎ 22-september এই sale এর সমস্ত সুবিধে পেয়ে যাবেন।
জামা কাপড়, home appliances থেকে শুরু করে mobile phone, laptop, computer, camera এবং gadget এর ওপর রয়েছে অসাধারণ ডিসকাউন্ট চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসের কত দাম।
Flipkart big billion day clothing discount
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে জামাকাপড় এর ওপর বা ফ্যাশন এর ওপর যথাক্রমে 70% থেকে 80% পর্যন্ত ছাড় থাকতে পারে বলে জানা যাচ্ছে যদিও বা এই সংখ্যা কিছুটা উপর নিচে হতেও পারে ।
শুধু জামাকাপড় নয় ফ্যাশন এর মধ্যে shoes 👟 এরও ডিসকাউন্ট পেয়ে যাবেন।
Flipkart big billion day sale home appliances price
বাড়ির আসবাব পত্র কার না প্রয়োজন পরে তাই ফ্লিপকার্ট তাদের বিগ বিলিয়ন ডে সেল এ বাড়ির আসবাব পত্র বা (home appliances 🏠) এর ওপর অনেক (discount) বা ছাড় দিতে চলেছে । তার মধ্যে রয়েছে
Presure cookers, gas stoves, home lighting, dining set, cleaning essentials, walpaper, bedsheet এর মতো জরুরি জিনিস পত্র এখানেও 40% থেকে 80% ছাড় দেওয়া হবে।
এছাড়াও ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ড এ রয়েছে 10 থেকে 20 পার্সেন্ট পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: Credit Card কি?
Flipkart big billion day sale 2022 mobile phone price
মোবাইল ফোনের সেল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে তে একটি আকর্ষণীয় বিষয় কারণ প্রতি বছর ফ্লিপকার্ট এই বিগ বিলিয়ন ডে তে মোবাইলের উপর অতিরিক্ত ছাড় দিয়ে থাকেন । যদিও এই বছরে তার কোনো ব্যাতিক্রম হবে না ।
Xiaomi, Vivo, oppo, realme , motorala ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়।
Flipkart big billion day iPhone price
সমস্ত apple iphone প্রেমীদের জন্য Flipkart big billion day sale 2022 অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা গতবছর দেখেছি আইফোনের উপর কি পরিমান discount দিয়েছিল ফ্লিপকার্ট ।
যদিও এই বছরে এখনও কোনো mobile ফোনের দাম এবং iphone এর দাম Flipkart প্রকাশ্যে আনেনি তবে কিছু লিকস থেকে জন্য যাচ্ছে যে 2022 এ iphone দাম কত হতে চলেছে ।নিচে একটি তালিকা দেওয়া হলো
আরও পড়ুন: IPS নাকি AMOLED কোন ডিসপ্লেটি ভালো
iPhone 11 – 30,000 থেকে 40,000 হাজার টাকার মধ্যে হতে চলেছে ।
iPhone 12 mini – 40,000 হাজার টাকা থেকে 45,000 টাকার মধ্যে হতে পরে।
iPhone 13 – 49,000 হাজার টাকা থেকে 53,000 হাজার টাকা পর্যন্ত যেতে পারে ।
যদিও এই দামটি ফ্লিপকার্ট এর তরফ থেকে জানানো হয়নি ।
আমাদের শেষ কথা
এই বছরে ফ্লিপকার্ট গত বছরের তুলনায় বেশি discount দিতে চলেছে তাই লক্ষ্য রাখুন সেল এর উপর আরো অনকে দাম এর বিষয় এ জানার জন্য ।
আর আমাদের তথ্য কেমন লাগলো জানান কমেন্ট করে ।