boAt Lunar Pro LTE: E-Sim সাপোর্ট Amoled ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো নতুন স্মার্ট ওয়াচ জানুন বিশেষ ফিচার

boAt এর নতুন স্মার্ট ওয়াচ Lunar Pro LTE লঞ্চ হলো। স্টাইলিস্ট গোল ডায়াল এর সঙ্গে ডান সাইডে থাকছে দুটি বাটন। স্মার্টফোন ছাড়াই ঘড়ি দিয়ে করা যাবে কল। এবং থাকছে বিল্ড ইন জিপিএস সাপোর্ট। দেখেনিন কত দাম এবং কি স্পেসিফিকেশন এর সাথে থাকছে বোটের এই ঘড়িটি

boAt Lunar Pro LTE ফিচার

ডিসপ্লে: boAt Lunar Pro LTE এ থাকছে ১.৩ ইঞ্চির always on এমোলেড ডিসপ্লে 454×454 রেজুলেশন এবং 600 নিটস ব্রাইটনেস এর সঙ্গে।

কানেক্টিভিটি: ঘড়িটি LTE কল করা যাবে তার জন্য দেওয়া হয়েছে একটি ই-সিম এর সাপোর্ট। এবং থাকছে বিল্ট ইন জিপিএস যার মাধ্যমে যেকেনো আউটডোর এক্টিভিটি আরো সহজ হবে।

ব্যাটারী: কোম্পানি দাবি করছে যে একবার চার্জ এ সাতদিন পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ পাওয়া যাবে।

ব্লুএটুথ ক্যালিং: boAt Lunar Pro LTE থাকছে ব্লুএটুথ ক্যালিং এর সুবিধা এবং সাথে পাওয়া যাবে সমস্ত এপ নোটিফিকেশন।

হেলথ ফিচার : থাকছে বেশ কিছু স্বাস্থ পর্যবেক্ষণ এর সুবিধা যেমন SpO2 মাত্রা পরিমাপ , হার্ট পর্যবেক্ষণ এর মতো আরো বিশেষ ফিচার।

স্পোর্টস মুড : কোম্পানি ১০০ টার বেশি sports modes প্রদান করছে।

IP রেটিং: boAt Lunar Pro LTE থাকছে IP68 রেটিং যেটি জল এবং ধুলো দুটো থেকেই রক্ষা করবে।

boAt Lunar Pro LTE দাম কত : দুটি কালার অপশন এ পাওয়া যাবে black এবং brown যার দাম ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে।

boAt Lunar Pro LTE বিশেষ ফিচার

সব থেকে চোখে পড়ার ফিচার টি ই-সিম যেটির মাধ্যমে কোনো স্মার্ট ফোন ছাড়াই কল এবং ম্যাসেজ করা যাবে। boAt ইতিমধ্যেই Jio সঙ্গে পার্টনারশিপ করে ই-সিম ব্যবহার করবে এবং পরবর্তীতে airtel এর ই-সিম ও ব্যবহার করা যাবে বলে জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে

2 thoughts on “boAt Lunar Pro LTE: E-Sim সাপোর্ট Amoled ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো নতুন স্মার্ট ওয়াচ জানুন বিশেষ ফিচার”

Leave a Comment