Vivo X100: ভারতে সেল শুরু হলো পাওয়া যাবে ফ্লিপকার্টে জানুন দাম এবং ফিচার সম্পর্কে

ভারতের বাজারে প্রথম বার সেল এ যাচ্ছে Vivo X100 Series এর ফোন। গত সপ্তাহেই এই ফোনগুলির থেকে পর্দা সরিয়েছিলো ফোন নির্মাতা যদিও সেখানে ক্যামেরার ওপর বিশেষ জোর দিয়ে প্রচার চালিয়েছিল। এই লাইন উপ এ দুটি ফোন আজ সেল এ আসলো প্রথমবার।

Vivo X100 প্রথম ফোন যাতে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ (MediaTek Dimensity 9300) মডেল এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসর ছাড়াও বিশেষ নজর কেড়েছে ফোনের ক্যামেরা ফোনটিতে দেওয়া হয়েছে zeiss optics এর ক্যামেরা।

Vivo X100 স্পেসিফিকেশন

ডিজাইন: চোখ ধাঁধানো ডিজাইনের জন্যে Vivo X100 এ মিরর ফিনিশ স্টেইনলেস ষ্টীল (Aerospace-Grade Mirror-Finished Stainless Steel) ব্যবহার করা হয়েছে। পেছনে থাকছে গোলাকৃতির ক্যামেরা কাট আউট। ফোনটির সামনে ২.৫ ডি বাঁকানো ডিসপ্লের সঙ্গে পাঁচ হল ক্যামেরা যুক্ত ডিসপ্লে আছে।

ডিসপ্লে: Vivo X100 ৬.৭৮ ইঞ্চির 8T LTPO এমোলেড ডিসপ্লে আছে যার রেজুলেশন ২৮০০X ১২৬০ পিক্সেল। ডিসপ্লেটি ১২০Hz রিফ্রেশ রেট আছে এবং ভিভো ২১৬০Hz PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং টেকনোলজি ব্যবহার করেছে। ৪৫২ PPi পিক্সেল ডেনসিটি এবং ৩,০০০ নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যা প্রখর সূর্যলোকে ডিসপ্লের কনটেন্ট দেখা থেকে কোনো রকম বাধা সৃষ্টি করবে না।

স্টোরেজ: স্টোরেজ হিসাবে ফোন টিতে দেওয়া হয়েছে ১৬ জিবির ram এবং ৫১২ জিবি পর্যন্ত UFS ৪.০ ইন্টারনাল স্টোরেজ।

সফটওয়্যার: ফোনটি চলবে Funtouch OS ১৪ যেটি লেটেস্ট এন্ড্রোইড ১৪ অপারেটিং সিস্টেম এর ওপর বেসড করে চলবে।

ক্যামেরা: Vivo X100 এর সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে ক্যামেরা ভিভো তিনটি ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে তাদের X100 ফোনটিতে। ৫০ মেগাপিক্সেল সনির IMX920 এর মেন্ সেন্সর যার সেন্সর সাইজ 1/1.49 এবং f/1.57 এপারচার এর সঙ্গে থাকছে OIS সাপোর্ট। আছে ৫০ মেগাপিক্সেলের একটি উল্টরাওয়াইড ক্যামেরা। এবং ৬০ মেগাপিক্সেল এর একটি টেলিফোটো সেন্সর জেটিতেও OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানির দাবি ফোনটি খুব কম আলোতেও দুর্দান্ত ফটো এবং ভিডিও ক্যাপচার করার ক্ষমতা রাখে।

সেলফি ক্যামেরা হিসাবে ৩২ মেগাপিক্সেল এর একটি সেন্সর ব্যবহার করেছে ভিভো। ভিভো zeiss এর এর সহযোগিতায় এই সেন্সর গুলো আরো উন্নত করেছে এবং ইমেজ প্রসেসিং এর জন্য ভিভো আলাদা করে V2 চিপ ব্যবহার করেছে।

প্রসেসর: পারফরমেন্স এর জন্য Vivo X100 তে মিডিয়াটেক ডিমেন্সিটি ৯৩০০ এটি প্রসেসর ব্যবহার করেছে যেটি ৪ ন্যানোমিটার এর একটি প্রসেসর। যেটি বেঞ্চমার্কস স্কোর ২০ লক্ষ্যের ও বেশি।

আরো পড়ুন: boAt Lunar Pro LTE: E-Sim সাপোর্ট Amoled ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো নতুন স্মার্ট ওয়াচ জানুন বিশেষ ফিচার

Vivo X100 price

ফ্লিপকার্ট এ সেল শুরু হয়েছে মূল্য রাখা হয়েছে ৮৯,৯৯৯ রুপিস যদি আপনার কাছে HDFC Bank, ICICI Bank, and SBI Bank এর কোনো কার্ড থেকে থাকে তাহলে ১০% ছাড় পেয়ে যাবেন।

Leave a Comment