ভিভো কোম্পানি Vivo V40 Pro নামে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। Vivo V40 Pro আমাদের ভারতে 07 Aug 2024 এ লঞ্চ হওয়ার পরেই আপনারা কিনতে পারবেন ফোনটি । যারা নতুন ফোন কিনতে চান এবং ভিভো ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে। ভিভো বরাবরই তাদের ক্যামেরার জন্য উজারদের মন আকর্ষিত করে রেখেছে এবারেও V40 Pro তে থাকছে Zeiss এর ক্যামেরা আরোফিচারসম্পর্কেনিচেআলোচনা করা হলো।
আরো পড়ুন: Google Pixel 9 Series: লিক হলো ডিজাইন, লঞ্চ করছে এই অগাস্ট মাসেই জেনেনিন বিস্তারিত
Vivo V40 Pro ফিচার
DISPLAY : Vivo V40 Pro তে রয়েছে 1.5K কার্ভ ৬.৭ ইঞ্চির 1260X2800 পিক্সেল এর ফুল এইচডি এমোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্জ।
CAMERA : ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ZEISS OIS Sony IMX921 Sensor, এবং ৫০ মেগাপিক্সেল এর ZEISS Ultra Wide-Angle Camera যার ফিন্ড অফ ভিউ 119° , এবং রয়েছে ৫০ মেগাপিক্সেল এর ZEISS Sony IMX816 telephoto সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল এর সেন্সর যেটি ভিভো নাম দিয়েছে Group Selfie Camera যেটি 92° পর্যন্ত কভার করবে। রয়েছে ভিভো স্পেশাল smart aura light
টেলিফোটো সেন্সরটিতে থাকবে ২x অপটিক্যাল জুম্ এবং ৫০x ডিজিটাল জুম এর ফিচার।
PROCESSOR: Vivo V40 Pro তে রয়েছে পাওয়ারফুল MediaTek Dimensity 9200+ প্রসেসর। 8/256GB ভেরিয়েন্ট এ আসবে ফোনটি।
BATTERY: পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারী, চার্জিং এর জন্য ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে।
ফোনটিতে থাকছে IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট ফিচার।
আরো পড়ুন : ইথিকাল হ্যাকার কি ? কিভাবে ইথিকাল হ্যাকার হওয়া যাই
Vivo V40 Pro দাম
মনে করা হচ্ছে ৪০ হাজার টাকার ওপরে থাকবে। 8/256GB দাম শুরু হবে ৪১,০০০ টাকা থেকে।
লঞ্চ এর পরে মোবাইল টি যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে কিনতেপারবেন ।