Lava Yuva Star: বড়ো ব্যাটারী এবং বড়ো ডিস্প্লের সঙ্গে লঞ্চ হলো লাভার নতুন ফোন

লাভা অফিসিয়ালি তাদের নতুন বাজেট ফোন লঞ্চ হলো ইন্ডিয়ার মার্কেট এ। নতুন ফোনের নাম দেওয়া হয়েছে Lava Yuva Star ফোনটি সাশ্রয়ী মূল্যের 4G কানেকটিভিটির সাথে লঞ্চ হয়েছে । স্টক এন্ড্রোইড ইউসার ইন্টারফেস এর সাথে লঞ্চ হয়েছে Android Go অপারেটিং সিস্টেম।

আরো পড়ুন : Vivo V40 Pro: চমকে দেয়ার মতো ক্যামেরা ফিচার নিয়ে আসছে ভিভোর এই ফোন জানুন কবে লঞ্চ হচ্ছে

Lava Yuva Star ফিচার

যেহেতু ফোনটি একটি বাজেট সেগমেন্ট এর তাই লাভা চেষ্টা করেছে স্পেসিফিকেশন বাজেট এর মধ্যেও একটু ভালো দিতে।

ডিসপ্লে: ফোনটিতে আছে ৬.৭৫ ইঞ্চির আইপিএস প্যানেল ৬০ হার্জ নরমাল রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: পেছনে দেওয়া হয়েছে ডুয়াল ১৩ মেগাপিক্সেল AI ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল এর সেন্সর।

প্রসেসর: Lava Yuva Star এ রয়েছে  UNISOC 9863A প্রসেসর। ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এবং রয়েছে ভার্চুয়াল র‍্যাম এর সাপোর্ট।

সফটওয়্যার: Lava Yuva Star ফোনটিতে ক্লিন ui android go অপারেটিং রয়েছে।

ব্যাটারী: পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারী এবং ১০ ওয়াট চার্জিং এর সাপোর্ট।

আরো পড়ুন : Google Pixel 9 Series: লিক হলো ডিজাইন, লঞ্চ করছে এই অগাস্ট মাসেই জেনেনিন বিস্তারিত

Lava Yuva Star দাম

Lava Yuva Star 4G ফোনের 4GB+64GB ভেরিয়েন্ট এর দাম ৬,৪৯৯ টাকা ফোনটি তিনটি কালার অপসন এ পাওয়া যাবে  Black, White এবং Lavender কালার। স্মার্টফোনটি যেকোনো রিটেল স্টোর থেকে কিনতে পারা যাবে।

Leave a Comment