Xiaomi Pad 6: তবে কি Xiaomi প্যাড ৬ কি এগিয়ে সব ট্যাবলেট এর থেকে আসুন দেখে নেওয়া যাক

কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে সিয়াওমি প্যাড ৬ যার রেটিং থেকে শুরু করে , রিভিউ সবই তাক লাগানোর মতো কি এমন আছে যার জন্য এগিয়ে গেলো Xiaomi Pad 6 আসুন বিস্তারিত ভাবে দেখে নিন

Xiaomi Pad 6 যেটি রয়েছে Graphite grey এবং Mist Blue কালার কম্বিনেশন এর সাথে যেটি দেখতে আরো এট্ট্রাক্টটিভ লাগে , মেটাল উনিবডি ডিসাইন এর সাথে।

Ram/Storage : এটি ৬ জিবি ram এর সাথে ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি ram এর সাথে ২৫৬ স্টোরেজ থাকছে , অপারেটিং সিস্টেম এ থাকছে xiaomi HyperOS

প্রসেসর : xiaomi pad ৬ এ টি থাকছে Qualcomn Snapdragon ৮৭০ সাথে আসছে , যেটির দ্বারা আপনি হেভি গেমিং সাথে ভালো এডিটিং করতে পারবেন , থাকছে ২.৪২ghz এর clock speed

ব্যাটারী : এই ট্যাবলেট এর মধ্যে রয়েছে ৮৮৪০ mAh unmatched batterry life যার দ্বারা আপনারা ২ দিন এর ব্যাটারী ব্যাকআপ পেয়েযাবেন।

আরো পড়ুন : HP ENVY X360 14 ল্যাপটপ ভারত এ AI ফিচার্স এর সাথে লঞ্চ হতে চলছে

ক্যামেরা : পিছনে থাকছে ১৩mp এবং সামনে ৮ mp ক্যামেরা সাপোর্ট পাচ্ছেন

এক্সট্রা ফিচারস : আপনারা এই ট্যাবলেট এর সাথে কীবোর্ড এবং পেন কানেক্ট করার ফ্যাসিলিটি ও পেয়ে যাবেন এবং আপনি খুব সহজেই এন্টারটেইনমেন্ট , হাই প্রসেসিং টাস্কস করতে পারবেন

মূল্য : xiaomi Pad 6 এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্ট ২৬,৯৯৯/- এবং ৮/২৫৬ জিবি ভেরিয়েন্ট ২৮,৯৯৯/-

1 thought on “Xiaomi Pad 6: তবে কি Xiaomi প্যাড ৬ কি এগিয়ে সব ট্যাবলেট এর থেকে আসুন দেখে নেওয়া যাক”

Leave a Comment