Tecno Camon 30 সিরিজ লঞ্চ করছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭০W চার্জিং এর সঙ্গে জানুন দাম

বাজেট ফোনের দিক থেকে টেকনো বেশ নাম করেছে ভারতের বাজারে গত ৩ এপ্রিল নাইজেরিয়া বাজারে লঞ্চ করেছে Tecno Camon 30 series এর ফোন। ফোনটি গত ফেব্রুয়ারি তে প্রথম প্রকাশিত হয়েছিল মোবাইল ওয়ার্ড কংগ্রেস এ। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এর চিপ এবং ৫,০০০ এমএইচ এর ব্যাটারী সাথে আরো অসাধারণ কিছু ফিচার। বিস্তারিত নিচে দেওয়া হলো।

Tecno Camon 30 pro 5G ফিচার

Tecno Camon 30 pro 5G তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি (২৪৩৬X ১০৮০ পিক্সেল) এমোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। রয়েছে MediaTek Dimensity 8200 প্রসেসর এবং ১২ জিবির ram ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে রয়েছে লেটেস্ট এন্ড্রোইড ১৪ ওপর HIOS ১৪ কাস্টম UI

ক্যামেরা তে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যেটি OIS সাপোর্ট ও দেওয়া হয়েছে। রয়েছে ৫০ মেগাপিক্সেল এর একটি ultrawide ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেল depth সেন্সর। সেলফি তে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর সেন্সর যেটি অটোফোকাস এর সাপোর্ট ও দেওয়া হয়েছে।

টেকনো কেমন ৩০ প্রো তে ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারী ৭০w ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোনটিতে সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর সাপোর্ট।

আরো পড়ুন : Xiaomi Pad 6: তবে কি Xiaomi প্যাড ৬ কি এগিয়ে সব ট্যাবলেট এর থেকে আসুন দেখে নেওয়া যাক

Tecno Camon 30 5G, Camon 30 ফিচার

Tecno Camon 30 5G এবং Camon 30 4G তে একই ডিসপ্লে দেওয়া হয়েছে প্রো মডেল এর মতন। এবং ৫জি মডেল টিতে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭০২০ চিপসেট এবং ৪ জি মডেল টিতে রয়েছে MediaTek Helio G99 চিপসেট এই ফোন দুটি আগের প্রো মডেল এর মতোই ব্যাটারী এবং ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে।

Tecno Camon 30 pro 5G, Camon 30 5G, Camon 30 দাম

৮/২৫৬ জিবি Camon 30 দাম ভারতীয় মূল্যে ১৭,১০০ টাকা যেখানে ১২/২৫৬ জিবির দাম ২০,২০০ টাকা।

ওপর দিকে Camon 30 5G মডেল এর দাম ২৮,৪০০ টাকা এবং Tecno Camon 30 pro 5G মডেল টির দাম যথাক্রমে ৩৩,৮০০ টাকা ভারতীয় মূল্যে। ফোনগুলি বেশ কিছু কালার অপসন এ পাওয়া যাবে Emerald Lake Green, Iceland Basaltic Dark, and Uyuni Salt White

1 thought on “Tecno Camon 30 সিরিজ লঞ্চ করছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭০W চার্জিং এর সঙ্গে জানুন দাম”

Leave a Comment