Vivo X100 ultra: অবাক করা কান্ড খুব শীগ্রই স্যাটেলাইট কমিউনিকেশন সাথে আস্তে চলেছে ভিভো এক্স ১০০আলট্রা

সম্ভবত ভিভো এক্স ১০০ এর পর ভিভো এক্স ১০০ প্রো লঞ্চ হতে চলেছে , যার মধ্যে রয়েছে অনেক ধরণের আধুনিক ফীচার। উভয় ফোনের চিপসেট রয়েছে ৯৩০০ এবং রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ তবে একাধিক রিপোর্ট থেকে জানা গেছে ফোনটির পুনরায় নামটি চেঞ্জ করে রাখা হবে vivo x100 ultra এই নিয়ে ভিভো এর ভাইস প্রেসিডেন্ট , হুয়াং টাও এটি নিশ্চিত করেছে যে তাদের টীম খুব শিগ্রই স্যাটেলাইট যোগাযোগ সমর্থন সহ ফোনটি পাবলিশ করবে।

কি কি ফীচার এর সাথে আস্তে চলেছে এবং আরও কি কি নতুন জিনিস নিয়ে আসছে চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক

আরোপড়ুন : OnePlus Nord CE 4 5G : আজই আমাজন এ লঞ্চ করতে চলেছে জানুন দাম এবং ফিচার

সূত্র থেকে জানা গেছে যে vivo x100 ultra ফোনটি খুবই ফেক্সিব হতে চলেছে এবং থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩

আরও থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা LYT ৯০০ থাকছে ভেরিয়েবল অ্যাপারচার এবং OIS সাপোর্ট ক্যামেরার সেট-UP এ অনুমান করা হচ্ছে যে একটি আলট্রা ওয়াইড লেন্স , একটি টেলিফোটো ক্যামেরা থাকবে , আবার বলা হচ্ছে ২০০ মেগাপিক্সেল রিসোলিউশন সাপোর্ট থাকবে যা একটি ৪.৩ এক্স অপটিক্যাল জুম্ থেকে ২০০ এক্স ডিজিটাল জুম্ সাপোর্ট করবে।, সাথে থাকবে ১০০mm ফোকাল লেংথ।

জানা গেছে যে ভিভো মেকার্স রা vivo x100 ultra ফোনটির লুক্স ইউনিক রাখতে চলেছে , বেস ভেরিয়েন্ট এবং হাই ভেরিয়েন্ট উভয়ই রাখা হবে. ১২৮/২৫৬ জিবি স্টোরেজ এর সাথে