Realme 12x 5G: ৩০০ ইউনিট ফোন প্রতি মিনিটে সেল করে তাক লাগালো রিয়েলমি

কিছু দিন আগে Realme তাদের বাজেট ৫জি ফোন Realme 12x 5G লঞ্চ করেছিল. এবং লাঞ্চ এর শুরু থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে ফোনটি . Realme ঘোষণা করেছে যে তাদের Realme 12x 5G প্রতি মিনিটে ৩০০ ইউনিট করে ফোন সেল হয়েছে . ফোনটির জনপ্রিয়তা মূলত তার দাম এর জন্য ফোনটির স্টার্টিং দাম ১১,৯৯৯ টাকা যেটি একটি value for money হিসেবে দেখছেন ক্রেতারা

আরো পড়ুন: Vivo X100 ultra: অবাক করা কান্ড খুব শীগ্রই স্যাটেলাইট কমিউনিকেশন সাথে আস্তে চলেছে ভিভো এক্স ১০০আলট্রা

Realme 12x 5G ফিচার

ফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে. যার রিফ্রেস রেট ১২০ হার্জ এবং ৯৫০ নিটস এর পিক ব্রাইটন রয়েছে. MediaTek Dimensity 6100+ SoC চিপসেট রয়েছে সঙ্গে 8gb ram অবং 128gb ইন্টারনাল স্টোরেজ রয়েছে . পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে 5000 এমএইচ্ ব্যাটারি 45w ফাস্ট চার্জিং এর সুবিধাও রয়েছে . ক্যামেরা তে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা .

1 thought on “Realme 12x 5G: ৩০০ ইউনিট ফোন প্রতি মিনিটে সেল করে তাক লাগালো রিয়েলমি”

Leave a Comment