Vivo V30, Vivo V30 Pro খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কি থাকছে বিশেষ ফিচার জানুন বিস্তারিত

ভিভো সংস্থা থেকে পাওয়া খবর এ জানা যাচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে Vivo V30 সিরিজ লঞ্চ করতে চলেছে। ভিভো ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ এর মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে এই সিরিজ এর দুটি ফোন বাজারে আনতে চলেছে ভিভো Vivo V30 এবং Vivo V30 Pro ফোনটি তিনটি কালার অপসন এ পাওয়া যাবে।

কোম্পানি তাদের ল্যান্ডিং পেজ এ ফোনটির কিছু অংশ প্রকাশ করে জানিয়েছে “coming soon” খুব শীঘ্রই লঞ্চ এর তারিখ প্রকাশ করবে। এবং থাইল্যান্ড এ আগামী ২৮ ফেব্রুয়ারিতে লঞ্চ করবে।

আরো পড়ুন: Realme Narzo 70 Pro 5G: 50 Megapixel Camera সাথে লঞ্চ করছে মার্চ মাসেই

Vivo V30 এবং Vivo V30 Pro বিশেষ ফিচার

ডিসপ্লে: ফোনটিতে রয়েছে ৩ডি কার্ভ এমোলেড ডিসপ্লে রয়েছে ১২০ হার্জ ডিসপ্লে।

ক্যামেরা: ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসর: মিডিয়াটেক ডিমেন্সিটি ৯২০০+ চিপসেট।

ব্যাটারী: ৫০০০ এমএএইচ ব্যাটারী সঙ্গে ৮০ ওয়াট চার্জিং এর সাপোর্ট এবং USB C পোর্ট।

1 thought on “Vivo V30, Vivo V30 Pro খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কি থাকছে বিশেষ ফিচার জানুন বিস্তারিত”

Leave a Comment