Samsung Galaxy F15 5G লঞ্চ করলো 6,000mAh Battery,Dimensity 6100+, জানুন কত দাম

Samsung তাদের নূতন F সিরিজ এর স্মার্টফোন লঞ্চ করলো Samsung Galaxy F15. এই নতুন ফোনটিতে থাকছে 90Hz Amoled display, MediaTek Dimensity 6100+ চিপসেট কোম্পানি তাদের এই ফোনটি বিভিন্ন কালার অপসন এ অফার করছে কাস্টমারদের। বিস্তারিত ফিচার এর বিষয় জানতে নিচে পড়ুন।

আরো পড়ুন : Vivo V30, Vivo V30 Pro খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কি থাকছে বিশেষ ফিচার জানুন বিস্তারিত

Samsung Galaxy F15 5G ফিচার

ডিসপ্লে: ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে (1,080×2,340 pixels) সুপার এমোলেড ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট এর সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসাইন রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ব্যাক ক্যামেরা তে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, এবং ২ মেগক্সেল এর একটি সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল এর একটি সেন্সর।

র‍্যাম এবং স্টোরেজ : ৪ জিবি ৬ জিবি র‍্যাম এর সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যেটি ১ টিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।

ব্যাটারী: পাওয়ার ব্যাকআপ এর জন্য ফোনটিতে রয়েছে ৬০০০ এমএইচ এর একটি বড়ো ব্যাটারী usb টাইপ সি চার্জিং পোর্ট এর সাপোর্ট।

প্রসেসর: প্রসেসিং এর জন্য রয়েছে MediaTek Dimensity 6100+ ৫জি প্রসেসর।

Samsung Galaxy F15 5G price

৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ এর দাম ১২,৯৯৯ টাকা রাখা হয়েছে অপরদিকে ৬ জিবি এবং ১২৮ জিবির দাম ১৪,৪৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি Ash Black, Groovy Violet, and Jazzy Green colourways কালার অপসন এ লিস্টিং করা হয়েছে ফ্লিপকার্ট এর সাইটে।

1 thought on “Samsung Galaxy F15 5G লঞ্চ করলো 6,000mAh Battery,Dimensity 6100+, জানুন কত দাম”

Leave a Comment