Today IPL Match 2024 RR vs RCB : ৬ এপ্রিল এই ম্যাচে জিৎ কার হবে বেঙ্গালুরু না রাজস্থান ?

Today’s IPL match: Rajasthan Royals will clash with Royal Challengers Bengaluru on April 6.

TODAY’S IPL MATCH : রাজস্থান রয়্যালস (RR ) এবং রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু (RCB ) ৬ এপ্রিল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে সংঘর্ষ হতে চলেছে আজই। রাজস্থান রয়্যালস এর জন্য ২০২৪ এর আইপিএল এর এটি ৪no. ম্যাচ ঠিক সেই সঙ্গে রয়্যালস চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু এর এটি ৫no. ম্যাচ।

আরও পড়ুন :IPL 2024 SRH vs CSK Highlights: চেন্নাই- কে ৬ উইকেটস পরাজয় করে এক ধাপ এগিয়ে SRH

Today IPL Match 2024 RR vs RCB : এইদিকে ৩টি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে এবং net রান রেট (NRR )+১.২৪৯ নম্বর নিয়ে টেবিল এর দ্বিতীয় স্থান দখল করে আছে অন্য দিকে বেঙ্গালুরু ৪ টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে (NRR) -০.৮৭৬ নম্বর নিয়ে টেবিল এর ৮no. স্থানে আছে।

Today IPL Match 2024 RR vs RCB RR প্রথম ম্যাচে LSG কে ২০ রান এ হারিয়ে ছিলেন তাদের দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে , পরবর্তী ,ম্যাচে তারা দিল্লী কে ১২ রান এ পরাজয় করেন ,রাজস্থান রয়্যালস মুম্বাই এর কাছেও বিজয়ী লাভ করেছিল ১লা এপ্রিল , তারা হার্দিক পান্ডিয়ার দল কে ৬ উইকেটস এ জয়ী হয়েছিলেন। KKR ছাড়া তারা ৩ টি match এ জয়ী লাভ করা RR প্রথম দল।

RR vs RCB হেড টু হেড রেকর্ডস :

IPL ক্যারিয়ার এ RR vs RCB বনাম টোটাল ৩০ বার সামনা – সামনি হয়েছে যাতে RR মোট ১২বার জয় লাভ করেছে , অন্য দিকে RCB মোট ১৫ বার জয় লাভ করেছে বাকি ৩টা ম্যাচে কোনো ফলাফল এ আশা হয়নি। রাজস্থান এর বিরুদ্ধে RCB এর সবোর্চ রান ২১৭ এবং RR এর সর্বোচ স্কোর ২০০.

Today IPL Match 2024 RR vs RCB

জোস্ বাটলার (C ) , সনজু স্যামসং (WK ), ইয়ুভেন্দ্রা চাহাল , র্যাভিচান্দ্রান অশ্বিন , ট্রেন্ট বোল্ট , সিমরন হেটমায়ের , বিরাট কোহলি (VC ), ফাফ ডু প্লেসিস (C ), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রীন , এন্ড মোহাম্মদ সিরাজ।

Today IPL Match 2024 RR vs RCB প্রেডিকশন :

Today IPL Match 2024 RR vs RCB: তবে আমরা বিশ্বাস করি যে RCB দ্বিতীয় বার বিজয় অর্জন করযে এবং আরো উন্নতির দিকে এগিয়ে যাবে এবং নিজেদের ( NRR ) এ আরো উন্নতি আনবে।

জানুন দেখুন পাশে থাকুন শেয়ার করুন আর ভালোবাসা দেবেন যাতে আমরা আরো নতুন নতুন কিছু কিছু আমাদের কাছ তুলে ধরতে পারি।

1 thought on “Today IPL Match 2024 RR vs RCB : ৬ এপ্রিল এই ম্যাচে জিৎ কার হবে বেঙ্গালুরু না রাজস্থান ?”

Leave a Comment