TCL NXTPAPER 14 Pro: লঞ্চ করলো 5G eye-friendly ট্যাবলেট ces 2024 লঞ্চ ইভেন্টে

CES 2024 লঞ্চ ইভেন্টে TCL খোলসা করলো তাদের নতুন NXTPAPER 14 Pro 5G ট্যাবলেট। যেটিতে থাকবে ৩.০ টেকনোলজির ডিসপ্লে। ডিসপ্লেটিতে নতুন প্রজন্মের পোলারাইজড ফিল্টার ব্যবহার করা হয়েছে যা ৬১ শতাংশ ক্ষতিকর নীল লাইট থেকে চোখকে বাঁচাবে। এবং তার ফলে ডিসপ্লেতে ছবির মান নষ্ট হবে না বরং ছবি আরো শার্প এবং উজ্জ্বল দেখাবে। নিচে দেখুন কি কি বিশেষ ফিচার আছে

NxtPaper 14 Pro বিশেষ ফিচার

NxtPaper 14 Pro তে রয়েছে ১৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল যার রেজুলেশন  2,880×1,800 পিক্সেল (2.8K ডিসপ্লে) রয়েছে ১২০Hz এর রিফ্রেশ রেট এর সঙ্গে ৭০০ নিটস এর ব্রাইটনেস। ডিসপ্লেটি ১৬:১০ আসপেক্ট রেটিও থাকবে। এবং আলাদা একটি বাটন থাকবে যেটির মাধবে ডিসপ্লে ধূসর রং থেকে উজ্জ্বলতা রং এ তে সহজেই পরিবর্তন করা যাবে।

ট্যাবলেট এর পেছনের দিকে থাকছে ৫০ মেগাপিক্সেল এর মেন্ ক্যামেরা সেন্সর এলইডি ফ্ল্যাশ এর সঙ্গে। ট্যাবলেটটির প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek’s Dimensity 8020 যেটি একটি 5G চিপসেট এবং ১২ জিবির রাম এর সঙ্গে ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ ও দিয়েছে। সফটওয়্যার হিসাবে থাকছে লেটেস্ট এন্ড্রোইড ১৪ সাপোর্ট।

পাওয়ার ব্যাকআপ এর জন্য থাকছে ১২,০০০ এমএএইচ ব্যাটারী, এবং এটি তে ৩৩w এর C টাইপ চার্জিং সাপোর্ট করবে। যদিও কোম্পানির তরফ থেকে এখনো কোনো রকম দাম ঘোষণা করা হয়নি।

1 thought on “TCL NXTPAPER 14 Pro: লঞ্চ করলো 5G eye-friendly ট্যাবলেট ces 2024 লঞ্চ ইভেন্টে”

Leave a Comment