Realme 12 Pro 5G: খুব শীঘ্রই পেরিস্কোপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করছে

বিগত কয়েকদিন ধরেই Realme তাদের X (twitter) পেজ এ পেরিস্কোপ ক্যামেরার বিষয় এ পোস্ট করছিলো। অবশেষে realme ঘোষণা করলো তাদের নতুন ফোন realme 12 pro সিরিজের 5G ফোন জানুয়ারি তেই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এই ফোন এমনটাই প্রকাশ করেছে realme তাদের মাইক্রো সাইটে ।

যদিও কোম্পানির তরফ থেকে কোনো বিশেষ ফিচার উল্লেখ করেনি তাদের মাইক্রো সাইটে । তবে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে কিছু স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে জানা যাচ্ছে যে ফোনটিতে থাকতে পারে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল যার রেজুলেশন থাকবে 1080

তিনটি ক্যামেরা ডিজাইন এর সঙ্গে আসবে পেছনের তিনটি ক্যামেরা 50 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল, এবং 8 মেগাপিক্সেল থাকতে পারে। সেলফির জন্য 16 মেগাপিক্সেল এর সেন্সর থাকতে পারে বলে TENAA সাইটে জানানো হয়েছে।

আরো পড়ুন: TCL NXTPAPER 14 Pro: লঞ্চ করলো 5G eye-friendly ট্যাবলেট ces 2024 লঞ্চ ইভেন্টে

ফোনটিতে একাধিক ram 6 GB, 8 GB, 12 GB, and 16 GB এবং স্টোরেজ 128 GB, 256 GB, 512 GB অপশন থাকবে ।

কিন্তু এই সব ছাড়িয়েও কোম্পানির বিশেষ নজর তাদের নতুন পেরিস্কোপ সেন্সর এর দিকে যা কোম্পানির মতে 200 মেগাপিক্সেল ক্যামেরা কেও হার মানাবে।

Leave a Comment