আজ ৫ এপ্রিল CSK VS SRH IPL ২০২৪, খেলা টি আয়োজিত হবে হায়দ্রাবাদ এর ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এ , তবে সেই ফর্ম কি বজায় রাখবে SRH নাকি CSK ব্লোয়ার এর সামনে হার মানতে হবে SRH কে ? আসুন জানা যাক
আইপিএল এর হেড to হেড এ CSK এর সাথে SRH টোটাল ১৯ তা গেম খেলা হয়েছে , যার মধ্যে CSK ১৪ বার জয় প্রাপ্ত করেছে আর SRH ৫ বার জয় প্রাপ্ত করেছে , তবে এই season এ SRH এবং CSK দুজনের টীম ম্যানেজমেন্ট খুবই অসাধারণ
আরও পড়ুন : Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পিচ টি কালো মাটি এবং লাল মাটি দিয়ে তৈরি হয়েছে , যার ফলে মাঠে ব্যাটিং এবং বোলিং উভয় এ সুবিধা পাবে , এক্ষেত্রে ৪/৬ এর ঝড় ওঠার সম্ভবনা অনেক বেশি , তবে এই মাঠে টস জেতাটা অনেকটা বেশি ম্যাটার করবে কারণ এই মাঠে স্টেটিজি এটাই থাকবে রান চেস করে জয় লাভ করা.
তবে SRH আগের ম্যাচে MI এর বিরুদ্ধে আইপিএল এর হিস্ট্রি তে সব্বোর্চ রান ২৭৭ করে জয় লাভ করেছিল , এক্ষেত্রে উভয় ক্যাপ্টেন টার্গেট এটাই থাকবে টস এ জেতা।
জানা গেছে কিছু প্ল্যানিং সাথে নামবে SRH , এবারে SRH এর ব্যাটিং lineup CSK এর থেকে স্ট্রং তবে চেন্নাই এর ব্যাটিং lineup ভালো কিন্তু CSK প্লেয়ার রা ইন্ডিভিজুয়ালি উঠে আসছে, তাহলেও MS ধোনির ফর্ম খুবই অসুবিধায় ফেলবে SRH প্ল্যায়ের দের ,
জানা গেছে CSK মোস্ট উইকেট taking বোলার মুস্তা ফিজান রহমান এই ম্যাচে থাকছেন না , তাহলে csk বোলিং lineup খুব ভালো করে সেট করতে হবে, আজকের ম্যাচ এ জয় লাভ এর জন্য।
1 thought on “SRH VS CSK IPL 2024: মাহি মার রাহা হে ! মাহেন্দ্র বাহুবলি রূপে MS ধোনি।”